শনিবার খানিক বাড়ার পরে রবিবার আবার দাম বাড়ল সোনার। একদিকে বিয়ের বাজারে মধ্যবিত্তের তাতে অস্বস্তি দেখা দিলেও লগ্নিক🌺ারীদের নজরে এই পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক।
এ দিন সকালে কলকাতায় পাকা 💃সোনার (২৪ ক্যারাট) দাম যাচ্ছে প্রতি ১০ গ্রামে ৪২,৪৯০ টাকা, যা গতকাল ছিল ৪১,২২০ টাকা।
কলকাতায় এ দিন গয়নার সো꧃নার (২২ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪০,০৯০ টাকা যা গতকাল ছিল ৩৯,৬২০ টাকা।
আবার হলমার্ক সোনার গয়নার দাম (২২ ক্যারাট) এ দিন যাচ্ছে প্রতি ১০ গ্রাম ৪০,৩৩০ টাক🐼া যা শনিবার ছিল ৩৯,৯৫০ টাকা।
আরও পড়ুন:বইমেলায় CAA বিরোধী বিক্ষোভ, BJP সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি
শহরের বাজারে দিন রুপোর বাটের দাম প্রতি কেজি যাচ্ছে ৪৬,৯০০ টাকা, যা গতকাল ছিল ৪৬,৬০০ টাকা। খুচরো রুপো ♛প্রতি কেজির দাম পড়ছে ৪৭,০০০ ট🗹াকা, যা গতকাল ছিল ৪৬,৭০০ টাকা।
আরও পড়ুন: পঞ্চম বিবাহবার্ষিকীতে বিয়ের না-দেখা ছবি পোস্ট শ্রেয়া ঘোষালের
একনজরে রবিবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪২,৪৯০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪০,০৯♍০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১♈🌠০ গ্রাম) – ৪০,৩৩০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি))– ৪৬,৯০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৭,০০০ টাকা।
।