উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী ꦐসাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কূলদীপ সেনগারকে আমৃত্যু কারাবাসের সাজা দিল দিল্লির আদালত। সেই সঙ্গে তাকে ২৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
শুক্রবার দুপুরে সেনগারের আর্থ💯িক অবস্থা সম্পর্কে সবিস্তারে আলোไচনার পরে তার জরিমানার পরিমান নির্ধারিত হয়।
গত সোমবারꦐ ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইন মোতাবেক জনপ্রতিনিধি পদে থাকা সত্ত্বেও নাবালিকাকে ধর্ষণের কারণে কূলদীপ সেনগারকে দোষী সাব্যস্ত করে দিল্লির 🍌তিসহাজারি আদালত।
সাক্ষ্য-প্রম🏅াণের অভাবে ছাড়া পান মামলায় অন্য অভিযুক্ত সাক্ষী🎃 সিং। তাঁর বিরুদ্ধে চাকরির টোপ দিয়ে নাবালিকাকে সেনগারের কাছে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল।
দোষী সাব্যস্ত হওয়ার পরে প্রাক্তন বি🍰ধায়ককে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি আদতে স꧙ামাজিক অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তির লড়াই।