করোনা সংক্রমণের আবহে সরকারি স্কুলের মিডডে মিলের সঙ্গে এবার 🍒ফেসমাস্ক ও সাবান দেওয়ার পরিকল্পনা করল পশ্চিমবঙ্গ সরকার।
বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, জুলাই মাস থেকে সরকারি স্কুলগুলির ম🔜িডডে মিলের সঙ্গে জীবাণু রোধক মাস্ক ও সাবান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। লকডাউন চলাকালীন স্কুল বন্ধ থাকলেও সরকারি নির্দেশে পড়ুয়ারা চাল ও আলু পাচ্ছে। আগামী মাস থেকে সেই তালিকায় যুক্ত হবে ডাল, সয়াবিন, মাস্ক ও সাবান।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এই সমস্ত সামগ্রী স্কুল থেকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে। সেই সঙ্গে আমফা🌊ন বিধ্বস্ত এলাকায় শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই, খাতা ও পেন্সিল দে🧸ওয়ার পরিকল্পনাও করেছে বাংলার সরকার।
এর পাশাপাশি, চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে ছাত্রদের টিউশন ফি না বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন পার্থ। তিনি বলেন, ‘এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের টিউশন ফি না বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিলেন। আমি তাঁর কথারই পুন🎃রাবৃত্তি করছি।’