কিছুটা স্বস্তির ꦗখবর উদ্বিগ্ন💧 ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য। এদিন থেকে অন্য ব্যাঙ্কের এটিএম থেকেও টাকা তুলতে পারবেন ইয়েস ব্যাঙ্কের ডেবিট কার্ড হোল্ডররা।
আরও পড়ুন : YES Bank অ্যাকাউন্ট থেকে ৫০ হাজারের বেশি টাকা তোলা 🍷যাবে কী কী খাতে, জেনে নিন
গতরাত সাড়ে ১১ টার সময় একটি ♛টুইটে ব্যাঙ্কের তরফে বলা হয়, 'ইয়েস ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে এখনও আপনারা ইয়েস ব্যাঙ্ক ও অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতেꦕ পারবেন। ধৈর্য রাখার জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন : আপনি 🤪কি YES Bank গ্রাহক? জেনে রাখুন জরুরি এই তথ্যগুলি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ঘোষণার পর প্রাথমিকভাবে ২৪ ঘণ্টা ইয়েস ব্যাঙ্কের এটিএম ও নেট ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ ছিল। শুক্রবার থেকে শুরু হয় এটিএম পরিষেবা। তবে টাকা তোলার সর্বোচ্চসীমা ৫০,০০০-তেই বাঁধা রয়েছে। কিন্তু সেই টাকা তোলার জন্য ইয়েস ব্যাঙ্কের এটিএমের সামনে ক্রমশ বাড🐻়ছিল ভিড়। নোটবাতিলের স্মৃতি উসকে দিয়ে এটিএমের সামনে লম্বা লাইন চোখে পড়ছিল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছিল। এই পরিস্থিত♍িতে কিছুটা স্বস্তির খবর শোনাল ইয়েস ব্যাঙ্ক।