পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হল লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচি। গত ২৯ ডিসেম্বর বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়, আগামী বছরের ২১ জানুয়ারিতে অনষ্ঠিত হবে ফাইনাল লিখিত পরীক্ষা। wbpolice.gov.in - ওয়েবসাইটে এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশদে জানা যাবে। এদিকে এই ফাইনাল পরীক্ষায় যোগ্য প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি থেকে ই-অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়েই পরীক্ষার্থীরা নিজেদের ই-অ্যাডমিট কার্ড ডাউমলোড করতে পারবেন। (আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের বড় উপহার মুখ্যমন্ত্রীর༺, শিক্ষা দফতরে ১০০০০ পদে হবে নিয়োগ)
আরও পড়ুন: বছর শেষে বদল🅠ে গেল এলটিসি পাওয়ার নিয়ম, সরকারি কর্ম♏ীদের মুখে ফুটবে হাসি?
আরও পড়ুন: ১৯৯৯ টাকার 'সস্তা' উড়ানের পর আরও এক রুটে বিমান পরিষেবা চালু হচ্ছে ক🍎লকাতা থেকে
এর আগে গত ১ ডিসেম্বর পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলে পদে নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। এরপর গত ১৮ ডিসেম্বর থেকে তিনটি রেঞ্জের প্রার্থীদের 'ফিজিকাল মেজারমেন্ট টেস্ট' (PMT) বা 'ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট' (PET) পরীক্ষা শুরু হয়েছিল। ২৩ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলেছিল। (আরও পড়ুন: মালদা থ🎉েকে কতক্ষণে বেঙ্গালুরু পৌঁছবে অমৃত ভারত? থামবে বাংলার কোন কোন স্টেশনে?)
আরও পড়ুন: নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন নিয়ে কড়া পর্ষদ, 🤪নিয়ম অমান্য হলেই অসুবিধা মাধ্যমিকে
ফাইনাল লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে? পশ্চিমবঙ্গ পুলিশ (www.wbpolice.gov.in) এবং পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের (//prb.wb.gov.in) অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে 'রিক্রুটমেন্ট' অপশনটি বেছে নিন। এরপর সেখানেই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকার কথা। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে সংশ্লিষ্ট পেজ খুলে যাবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তা🌟রিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: দশম শ্রেণির ছাত্♕রের সঙ্গে 'রোম্যান্টিক শুট', শিক্ষিকা বললেন, 'আমাদের সম্পর্ক...'
এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলের বেতন কত? বার্ষিক ৩ লাখ ৬০ হাজার থেকে ৪ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত মাইনে পান পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা কনস্টেবলরা। এছাড়া হাউজ রেন্ট অ্যালাওয়েন্স, মেডিকꦜ্যাল ইন্স্যুরেন্স, মহার্ঘ ভাতা, ট্র্যাভেলিং অ্যালাওয়েন্স, উচ্চশিক্ষার জন্য গ্র্যান্ট পেয়ে থাকেন মহিলা কনস্টেবলরা।