অলিম্পিক সহ একাধিক ক্ষেত্রে ভারতীয়রা গত এক দশক ধরে গর্বের অধ্যায় তুলে ধরেছে। সদ্য কমনওয়েলথ গেমসে ভারতের খেলোয়াড়রা দেখিয়েছেন তাঁদের স্কিলের ভল্কি! অনেকেই জিতেছেন সোনা। এবার আরও এক সোনা জেতার সুযোꦇগের হদিশ দিলেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। সেই সোনা জেতার সুযোগের আঙিনা হল বৈ💞জ্ঞানিক গবেষণাপত্রের ক্ষেত্র।
আনন্দ মহিন্দ্রা সদ্য তাঁর এক টুইটে তুলে ধরেছেন যে, ভারত কিভাবে গত কয়েক বছরে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে অসামান্য জায়গায় পৌঁছেছে। তাঁর টুইট পোস্টে এক পরিসংখ্যান তুলে ধরেছেন আনন্দ মহিন্দ্রা। টুইটে দেখা যাচ্ছে, ১৯৯৮ সাল থেকে ২০০০ সালের গড়ে প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণা ধর্মী পত্রের নিরিখে এক থেকে দশের মধ্যের স্থানে নাম নেই ভারতের। এরপর একই ছবি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত। এই দুটি সময়কালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে উপরে ছিল। তবে ছবিটা পাল্টে যায় ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে। এই সময়কালে ভারত বৈজ্ঞানিক গবেষণাপত্রের তালিকার নিরিখে সপ্তম স্থানে রয়েছে। যেখানে আমেরিকাকে হার মানিয়ে চিন শীর্ষস্থানে। লিজের কাছে হারলে কি '🧔ট্রুস মন্ত্রিসভা'য় থেকে যা𓃲বেন ঋষি? কী বললেন সুনাক!