মাত্র ৯ বছর বয়সেই সাফল্য ভারতের এক ক্ষুদে অ্যাপ ডেভেলপারের। হ্যানা নামের ওই শিশুকে অভিনন্দন জানালেন খোদ অ্যাপেলের সিইও টিম কুক। মাত্র ৯ বছর বয়সেই হ্যানা একটি iOS অ্যাপ ডেভেলপার হয়ে গিয়েছে। তার সেই অ্যাপের নাম 'হ্যানাস'। অ্যাপেলের সি♒ইও-কে এই বিষয়ে একটি ইমেল-ও করে হ🍌্যানা। আর তাতেই মেলে টিম কুকের উত্তর। বর্তমানে বিশ্বের কনিষ্ঠতম কোডারদের মধ্যে হ্যানা অন্যতম।
হ্যানার ইমেলের এমন অভাবনীয় রিপ্লাই পেয়ে তার বাবা-মা ভীষণ খুশি। বর্তমানে তাঁরা দুবাইতে থাকেন। হ্যান✤ার বাবার কথায়, অনেক শিশুই আজকাল অ্যাপ তৈরি করছে। হ্যানা তার দিদি লীনা ফাতিমার কাছ থেকেই কোডিং করা শিখেছে। ফাতিমারও বয়স মাত্র ১০ বছর।
হ্যানা জানিয়েছে, তার এই অ্যাপটি আসল✤ে গল্প বলার অ্যাপ। এতে মা-বাবারা তাঁদের সন্তানের জন্য নিজস্ব কণ্ঠে গল্প রেকর্ড করতে পারবেন। শিশুরা ঘু𒅌মোতে যাওয়ার সময়ে মা-বাবা ব্যস্ত থাকতেই পারেন। সেক্ষেত্রে এই রেকর্ড করা গল্প চালিয়েই ছোটদের ঘুম পাড়ানো যাবে। একেবারে অভিনব ভাবনার কারণেই তাক লাগিয়ে দিয়েছে সে।
তবে শুধু ভাবলেই তো হব🦂ে না, সেটাকে তো বাস্তবায়িতও করতে হবে! হ্যানা জানিয়েছে, এই অ্যাপটি তৈরি করতে তাকে ১০ হাজার লাই☂ন কোড লিখতে হয়েছে।
আগামিদিনে টিম কুকের জন্যই কাজ করতে চꩵাই, জানাল ছোট্ট হ্যানা। এই বিষয়ে আরও পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যা🌳ওয়ার ইচ্ছা তার। তার দিদি লীনারও এই একই লক্ষ্য।
বাবা-মায়ের কাছেই কোডিং শিখেছে লীনা ও হ্যানা। তাদের বাবা, একজন প্রোজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট। লীনা জানায়, বাবার স্টার্টআপে সাহায্য করার জন্য তার মা কোডিং শেখেন। আর তারপর তাঁর থেকে দুই বোনও কোডিং শিখতে শুরু করে। বাকিটা ইতি🦩হাস। এখন বিশ্বের বৃহত্তম প্রযুক্তি সংস্থার সিইও-ও চেনেন হ্যানাকে।