প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ট্রেনি ইঞ্জিনিয়ার-সহ শতাধিক পদে প্রার্থী নেবে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL)। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।শূন্যপদের বিবরণ -ট্রেনি ইঞ্জিনিয়ার ১ (ইলেক্ট্রনিক্স)- ১৫ট্রেনি ইঞ্জিনিয়ার ১ (মেকানিকাল)- ১৮ট্রেনি অফিসার ১ (ফিনান্স)- ২ট্রেনি ইঞ্জিনিয়ারস ২ (ইলেক্ট্রনিক্স)- ৬০প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ (ইলেক্ট্রনিক্স)- ২৫প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ (সিভিল)- ২প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ (ইলেক্ট্রিকাল)- ২প্রজেক্ট অফিসার ১ (হিউম্যান রিসোর্স)- ১ যোগ্যতাট্রেনি ইঞ্জিনিয়ার ১ (ইলেক্ট্রনিক্স)- ইলেক্ট্রনিক্সএ BE/BTech/BSc ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।ট্রেনি ইঞ্জিনিয়ার ১ (মেকানিক্যাল)- মেকানিক্যালে BE/BTech/BSc ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।ট্রেনি অফিসার ১ (ফিনান্স)- জেনারেল/OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে এবং SC/ST/PwD প্রার্থীদের ফিনান্সে MBA পাশ করতে হবে।ট্রেনি ইঞ্জিনিয়ারস ২- E&C/MCA-তে BE/BTech/BSc ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ (ইলেক্ট্রনিক্স)- ইলেক্ট্রনিক্সে জেনারেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ (সিভিল)- সিভিলে জেনারেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হতে হবে।প্রজেক্ট ইঞ্জিনিয়ার ১ (ইলেক্ট্রিকাল)- ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনেরেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হতে হবে।প্রজেক্ট অফিসার ১ (হিউম্যান রিসোর্স)- MBA/MSW(HRM)-এ জেনারেল/ OBC/EWS প্রার্থীদের প্রথম শ্রেণিতে স্নাতক এবং SC/ST/PwD প্রার্থীদের শুধুমাত্র স্নাতক পাশ হলেই আবেদন করা যাবে।