এক বছরে ৩১টি র্যাঙ্কিং এগিয়ে এল ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)। QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩-এ সর্বোচ্চ র্যাঙ্কের ভারতীয় ইনস্টিটিউটের তকমা পেল IISc। II🧔T-বম্বে রয়েছে দ্বিতীয় 🐻স্থানে। তারপরে IIT-দিল্লি।
IISc ব্যাঙ্গালুরু বিশ্বের সেরা গবেষণা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে। এই মেট্রি🧔কে ১০০/১০০-র নিখুঁত স্কোর পেয়েছে IISc। 'এছাড়া, QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এর শীর্ষ-২০০টির মধ্যে IISc ব্যাঙ্গালুরু হল দক্ষিণ এশিয়ার দ্রুততম উন্নত বিশ্ববিদ্যালয়,' জানানো হয়েছে রিপোর্টে।
তবে বিশ্বের মধ্যে IISc-র স্থান ღ১৫৫ নম্বরে। IIT-বম্বে এবং IIT-দিল্লি যথাক্রমে ১৭২ এবং ১৭৪ র্যাঙ্কে রয়েছে।
বিশ্বের সেরা ১,০০০ টি প্রতিষ্ঠানের মধ্ไযে ভারতের♏ মোট ২৭টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছর সংখ্যাটা ছিল ২২।
মোট ৬টি শর্তের উপর🌌 ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং করে কﷺোয়াকোয়ারেলি সাইমন্ডস (QS)।
এই শর্তাবলী হল — অ্যাকাডেমিক রেপুটেশন (AR), নিয়োগকর্তার রেপুটেশন (ER), ফ্যাকাল্টি-স্টুডেন্ট রেশিও (FSR), ফ্যাকাল্টি প্রতি উদ্ধৃতি (CpF), ইন্টারন্য🍸াশনাল ফ্যাকাল্টি রেশিও এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও।
পশ্চিমবঙ্গে:
বিশ্বের মধ্যে IIT খড়গপুর রয়েছে ২৮০ নম্বর র্যাঙ্কে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে ৬৫১-৭০০-র মধ্যে। কলকাতা বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০-এর মধ্যে।