আগাম🅘িকাব (১০ অগস্ট) থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভরতি প্রক্𝕴রিয়া চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা কঠোরভাবে পালন করে অনলাইনে বি.এ, বি.এসসি, বি.কম (অনার্স বা জেনারেল বা মেজর), বি.এমউএস (অনার্স বা জেনারেল) এবং বি.বি.এ (অনার্স) কোর্সে ভরতির প্রক্রিয়া শুরু হবে। সেই ভরতির পুরো প্রক্রিয়াই অনলা🥂ইনে করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ তারিখ :
১) অনলাইনে আবেদন শুরু : ১০ অগস্ট, ২০২০।
২) মেধাতালিকা প্রকাশ : আগ🤡ামী ২৮ অগস্টের মধ্যে মেধাতালিকা প্র꧑কাশ করতে হবে।
৩) ভরতি প্রক্রিয়া শুরু : আগামী ১ সেপꦿ্টেম্বর থেকে ভরতি প্রক্রিয়া 🔜শুরু হবে।
৪) ভরতির শেষ তারিখ : আগামী ২৫ সেꦇপ্টেম্🐲বরের মধ্য়ে পুরো ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে।