দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার সূচি ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারꦚি এডুকেশন (সিবিএসই)। আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হবে দশম শ্রেণির দ্বিতী🐓য় টার্মের পরীক্ষা।
শুক্রবার কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ২৬ এপ্রিল থেকে দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। সব পরীক্ষা সকাল ১০ꦏ টা ৩০ মিনিট শুরু হবে। কয়েকটি বিষয়ের পরীক্ষা চলবে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত। কয়েকটি বিষয়ের পরীক্ষা বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। দেখে নিন দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার পুরো সূচি -
করোনাভাইরাসের সংক্রমণ ক꧋মে গেলেও দশম শ্রেণির দ্বিতীয় টার্মের🍌 পরীক্ষার (CBSE Class 10 Term 2 Exam 2022) জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বোর্ড। পরীক্ষার্থীদের কী কী নিয়ম মেনে চলতে হবে, তা দেখে নিন একনজরে -
১) স্বচ্ছ বোতলে পরীক্ষার্থীদের স্যানিটাইজার๊ নিয়ে আসতে হবে।
২) মাস্ক পরতে🉐 হবে। যাত♉ে নাক এবং মুখ পুরোপুরি ঢাকা থাকে।
৩𝓀) পরীক্ষার্থীদের সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। ღ;
৪) পরীক্🍒ষাকেন্দ্রে করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের।
৫) অ্যাডমিট কার্ডে যে নির্দেশিকা𓂃 আছে, তা পালন করতে হবে।
৬) প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট 🌌দেওয়া হবে।