CBSE Class 10th Results 2023: প্রকাশিত CBSE-র দশম শ্রেণির ফলাফল, এক ক্লিকেই দেখুন রেজাল্ট, রইল ডিরেক্ট লিঙ্ক
1 মিনিটে পড়ুন Updated: 12 May 2023, 01:40 PM IST-
সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্টের আপডেট
১) সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ৯৩.১২ শতাংশ। যা গত বছরের তুলনা🐎য় কম (১.২৮ শতাংশ কম)। ২𓆉০২২ সালের সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশের হার ছিল ৯৪.৪ শতাংশ।
২) অঞ্চলভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে ত্রিবান্দ্রম অঞ্চল (৯৯.৯১ শতাংশ)। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাতেও ত্রিবান💛্দ্রম অঞ্চল শীর্ষে আছে। আর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সবথেকে কম পাশের হার গুয়াহাটি𒀰তে (৭৬.৯ শতাংশ)।
আরও পড়ুন: Maဣdhyamik 2023 Results: মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন, আরও চাপ বাড়বে পড়ুয়াদের
৩) সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষাতেও ছেলেদে👍র ছাপিয়ে গিয়েছে মেয়েরা। মেয়েদের পাশের ছিল ৯৪.২৫ শতাংশ। ছেলেদের ছিল ৯২.২৭ শতাংশ।
৪) সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ২১,৮৪, ১১৭ 💟জন। পরীক্ষায় বসেছিল ২১,৬৫,৮০৫ জন। পাশ করেছে ২০,১৬,৭৭৯ জন। পাশের হার ৯৩.১২ শতাংশ।
৫) স্𓆏কুলভিত্তিকে পাশের নিরিখে শীর্ষে আছে জওহর নবোদয় বিদ্যালয় (৯৯.১৪ শতাংশ)। তারপর আছে যথাক্রমে কেন্﷽দ্রীয় বিদ্যালয় (৯৮ শতাংশ), স্বশাসিত প্রতিষ্ঠান (৯৫.২৭ শতাংশ), সেন্ট্রাল টিবেটিয়ান স্কুল অ্যাডমিনিস্ট্রেশন (৯৩.৮৬ শতাংশ), সরকার-পোষিত প্রতিষ্ঠান (৮১.৫৭ শতাংশ) এবং সরকারি স্কুল (৮০.৩৮ শতাংশ)।