আজ, সোমবার প্রকাশিত হবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সংশোধিত ন𝓰ির্ঘণ্ট। যে পরীক্ষাগুলি স্থগিত হয়ে গিয়েছিল, সেগুলির সময়সূচি প্রকাশ করা হবে।
শনিবার অবশ্য সেই নির্ঘণ্ট প্রকাশের কথা ছিল। সেদ🐻িন সকালে কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, বিকেলে নয়া নির্ঘণ্ট প্রকাশিত হবে। কিন্তু শেষমুহূর্তে তা পিছিয়ে যায়। পরে একটি টুইটবার্তায় পোখরিয়াল বলেন, 'বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট চূড়ান্ত করার আগে কিছু টেকনিক্যাল দিক বিবেচনা করছে সিবিএসই। সেজন্য দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার যে সময়সূচি আজ (১৬ মে) বিকেল পাঁচটার সময় প্রকাশের কথা ছিল, তা সোমবার হবে।'
তবে শনিবার মন্ত্রীর ঘোষণার পর হোয়্যাটসঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় একটি সময়সূচি ছড়িয়ে পড়েছিল। পরে তা অবশ্য ভুয়ো বলে জানায় কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। তাদের তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেলে @PIBFactCheck-এ হোয়্যাটসঅ্যাপে ছড়িয়ে পড়া সেই নির্ঘণ্টের ছবি পোস্ট করা হয়। তা ভুয়ো বলে চিহ্নিত করে একটি টুইটবার্তায় বলা হয়, ‘দাবি - একটি হোয়্যাটসঅ্যাপে দাবি করা হচ্ছে এটা সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নির্ঘণ্ট। পিআইবি ফ্যাক্ট চেক : ভুয়ো ফরোয়ার্ড। কᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল বিকেল পাঁচটায় সময়সূচি প্রকাশ করবেন।’
উল্লেখ্য, দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি থাকা🎉 ২৯ টি পরীক্ষা আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে হবে বলে আগেই জানিয়েছেন পোখরিয়াল।