দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ক্রম🔜শ বাড়ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। তার জেরে কলকাতা, যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
আরও পড়ুন : C🌱ovid-19 crisis: রেলের কো🃏চ থেকে পর্দা-কম্বল বাদ, যাত্রীদের কম্বল নেওয়ার পরামর্শ
মু🌳খ্যমন্ত্রীর দফতর থেকে বিজ্ঞপ্তির পর শনিবারই নির্দেশিকা জারি করে কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, রাজ্যের ঘোষণা মতো আগামী ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও স্বীকৃত কলেজগুলির পঠন-পাঠন, পরীক্ষাও বন্ধ থাকবে। পরে পরীক্ষার পরিবর্তিত দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর, কমপক্ষে একমাস পিছোতে পারে পরীক্ষা।
আরও পড়ুন : Covid-19 crisis: রাতারাতি ডিগবাজি! কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে বা🌜দ অর্থ সাহায্🅷য
একইরকম বিজ্ঞপ্তি জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। শিক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ থাকবে। পিছিয়ে যাচ্ছে পরীক্ষাও। 🍰অবশ্য আবাসিকদের হস্টেল ছাড়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে যাঁরা হস্টেল ছেড়ে বাড়ি ফিরতে চান, তাঁরা যেতে পারেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যাল🐼য় কর্তৃপক্ষ।
আরও পড়ুন : বাঙালি বিজ্ঞানীর হাত ধরে করোনা♚ নিরাময়ের দিকে একধাপꦕ এগোল গবেষণা