CBSE দশম ও দ্বাদশ 🃏শ্রেণির বোর্ড পরীক্ষার উত্তরপত♋্র বাড়ি বসেই মূল্যায়ন করতে পারবেন শিক্ষকরা, জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।
শনিবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, বোর্ডের অধীনে থাকা ৩,০০০ স্কুল থেকে উত্তরপত্ဣর সংগ্রহ করে তা পরীক্ষকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে CBSE।
রবিবার থেকেই শুরু হয়ে যাবে এই প্রক🔯্রিয়া, জানিয়েছেন মন্ত্রী। উত্তরপত্র দেখে মূল্যায়ণ করার জন্য ৫০ দিন সময় দেওয়া হবে তালিকাভুক্ত পরীক্ষকদের।
দেশের প্রায় ১৮ লাখ দশম শ্রেণি এবং ১২ লাখ দ্বাদশ শ্রেণির পড়ুয়া তাঁদের বোর্ড পরীক্ষার ফলের প্রত্যাশায় দিন গুনছেন। দেশজুড়ে লকডাউন আরোপের ফলে তাঁদের সামনে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সমস্যার সমাধানে পরীক্ষকদের নিজের বাড়ি থেকে খাতা দেখে নম্বর দেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সম্প্রতি তাতে সম্মতি 💮পাওয়া গিয়েছে।
এ দি꧂ন রমেশ পোখরিয়াল নিশঙ্ক আশা প্রকাশ করেছেন যে, ১৭৩টি বিষয়ের উপরে পরীক্ষার ১.৫ কোটি উত্তরপত্র🌟ের মূল্যায়ণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যাবে।
ইতিমধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির ২৯টি বিষয়ের উপরে বকেয়া পরীক্ষাও আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। জানা গিয়েছে, কনটেইনমেন্ট জোন ছাড়া সমস্ত পরীক্ষকের বাড়িতেই আগামিকাল থেকে উত্তরপত্র পৌঁছে দেবে CBSE। তবে মূল্যায়ণের ক্ষ🐼েত্রে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে পরীক্ষকদের।