চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নেওয়া🌱র সিদ্ধান্তে যে কেন্দ্র অনড়, তা শুক্রবার আরও একবার স্পষ্ট করে দেওয়া হল। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হল, পড়ুয়ারা যেনꦕ পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।
আরও পড়ুন : কারা প্রথম করোনার টিকা পাবেন, ভা🧸বনাচিন্তা করছে কেন্দ্র
করোনাভাইরাস পরিস্থিতিতে চূড়♍ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা বাতিলের জন্য ৩১ জন পড়ুয়ারা যে আবেদন জানিয়েছেন, শুক্রবার সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানি চলছিল। যশ দুবে নামে এক আবেদনকারীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, করোনা🦄 নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে, তা উপেক্ষা করেছে ইউজিসি। তিনি বলেন, 'ফাইনাল টার্মের পরীক্ষা বাতিলে স্বর্গ ভেঙে পড়বে না।'
আরও পড়ুন : CAT 2020- অনলাইন রেজিস্ট্রেশন শুরু ৫ অগস্ট থেকে
তাতে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ২০ জুলাইয়ের। কীভাবে ৬ জুলাইয়ের নির্দেশিকায় সেই বিষ🐷য়টি বিবেচনা করত♛ে পারে (ইউজিসি)? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পরীক্ষা সংক্রান্ত ছিল না।’
আরও পড়ুন : 𒈔স্কুলশিক্ষকের যোগ্যতায় ৪ বছরের BEd ডিগ্রি আবশ্যিꦰক করছে কেন্দ্র
পরে করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা আয়োজন করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন বিচারপতি অশোক𒉰 ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রত্যুত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'আমরা করব। সোমবারের মধ্যে। কেউ যেন মনে না করে, তাঁরা প্রস্তুতি নিতে পারছেন না। পড়ুয়াদের উচিত, পরীক্ষার প্রস্তুতি নেওয়া।'