বিভিন্ন সরকারি দফতরে প্রায় ৯২,০০০ পদে নিয়োগের ঘোষণা করল তেলাঙ্গানা। সরাসরি নিয়োগ করা হবে ৮০,০৩৯ জনকে। ১১,১০৩ জন চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী করা হবে। ওই সংখ্যক কর্মচারীদের বেতন বাবদ বছরে ৭,৩০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছে তেলাঙ্গানা।বুধবার বিধানসভায় তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, ‘মোট ৯১,১৪২ জনকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে ১১,১০৩ পদে চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করছেন। তাই সরাসরি ৮০,০৩৯ জনকে নিয়োগ করা হবে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘৮০,০৩৯ শূন্যপদ পূরণ এবং ১১,১০৩ জন চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী হিসেবে নিয়োগ করার জন্য প্রথমেই রাজ্যে কোষাগার থেকে বছরে ৭,৩০০ কোটি টাকা বেরিয়ে যাবে। ’অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলাঙ্গানা তৈরি হওয়ার পর ১,৫৬,২৫৪ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ইতিমধ্যে ১,৩৩,৯৪২ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি ২২,৩১২ পদে নিয়োগের প্রক্রিয়ায় চলছে। সেইসঙ্গে নীতি হিসেবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আর কাউকে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। সবাইকেই স্থায়ীভাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ভারতের রাজ্য। সেইসঙ্গে প্রতি বছর কতজনকে নিয়োগ করা হবে, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হবে। সেই মোতাবেক প্রতি বছর শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানিযেছে তেলাঙ্গানা।সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার বয়সের সর্বোচ্চসীমা বৃদ্ধিসরাসরি সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার বয়সের সর্বোচ্চসীমা বৃদ্ধি করেছে তেলাঙ্গানা। যাতে যুবক-যুবতীরা সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার সুযোগ পান। পুলিশের মতো উর্দিধারী চাকরি ছাড়া অন্যান্য সরকারি চাকরিতে আবেদন করার বয়সের সর্বোচ্চসীমা ১০ বছর বাড়ানো হয়েছে। জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা ৪৯ বছর পর্যন্ত সরকারি চাকরি দিতে পারেন।