একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিম মেদিনীপুরের জেলা 🍨স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। করোনাভাইরাস সংক্রান্ত কাজের জন্য ৫৭ টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in-তে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ:
মলিকিউল🦂ার বাযোলজিস্ট পদে চারজনকে নিযোগ করা হবে। ল্যাব অ্যাসিসট্যান্ট, ল্যাব অ্যাটেটডেন্ট এবং ল্যাবরেটরি টেকশিয়ান পদে ১৫ জন করে নিয়োগ করবে পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ফার্মাসিস্টের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা আট। তবে চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। মলিকিউলার বাযোলজিস্টদের সর্বাধিক ৪০,০০০ টাকা বেতনে দেওয়া হবে।
শিক্ষাগত এবং বয়সগত যোগ্যতা:
প্রতিটি পদের ক্ষেত্রেই বয়সসীমা ৪০। যা ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বিবেচনা করা হবে। সরকারের নিয়ম মোতাবেক তফসিলি জাতি ও উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় ছাড় পাবেন। অন্যদিকে, বিভিন্ন পদে নিয়োগের জন্য বিভিন্🐷ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। কোন পদের শিক্ষাগত যোগ্যতা কী, তা দেখে নিন এখানে -
আবেদনের সময়:
আগামী ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। জেনারেল তথা অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ৫০ টাকা। সেই আবেদন ফি ব্যাঙ্💦ক ট্রান্সফা𝐆র করতে হবে।
কোথায় পাঠাতে হবে? পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অ্যাকাউন্টে (০৭৮৮০১০১৫৯৬০৩, আইএফএসসি কোড PUNB0078820, শাখা সিপ🍃াই বাজার)൩ পাঠাতে হবে টাকা। আসল নথি যাচাইয়ের সময় ব্যাঙ্ক ট্রান্সফারের কপি রাখতে হবে।
কীভাবে আবেদন করবেন?
১) পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের 🔴অফিসিয়াল ওয়েবসাই🤡ট www.wbhealth.gov.in-তে যান।
২𝐆) বাঁ দিকে 'E-Governance'-এর আওতায় 'ONLINE RECRUITMENT' ক্লিক🔴 করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন ।