চাকরিপ্রার্থীদের সুখবর দিল সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেই হতে পারে বাজিমাত। কোচিংয়ে পড়তে গেলে, পকেট থেকে খসে যায় মোটা টাকা। মেধা থাকা সত্ত্বেও, অꩲর্থের অভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন অনেকেই। এমন সময়, ব্যয়বহুল প্রাইভেট কোচিংয়ের উপর শিক্ষার্থীদের নির্ভর🌳তা কমাতে সাহায্য করবে সরকার। এর জন্য একটি প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: (Job in🎃 Kolkata: নিউটাউনে স্মার্ট মিটারের কারখানা, কগনিজ্যান্টেও প্র🀅চুর চাকরি, কাজ এবার বাংলাতেই!)
কী কী সুবিধা মিলবে এই নতুন প্রকল্প চালু হলে
এই নতুন প্রকল্প চালু হলে ১২.৫ লক্ষ শিক্ষার্থী বিশেষ সহায়তা পাবে৷ বিনামূল্যে অনলাইন শিক্ষা, এআই সম্পর্কিত বিভিন্ন টুলগুলোও শিখতে পারবেন শি⛎ক্ষার্থীরা। এর দরুণ পরীক্ষার প্রস্তুতিও আরও জোরদার হবে।
কবে এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে
জানা গিয়েছে, শিক্ষা মন্ত্রক মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনের বৈঠকে, রাজ্যগুলির সঙ্গে এই পরিকল্পনাটি নিয়ে আলোচনা করবে। ডিজিটাল শিক্ষার মতো বিষয়গুলি নিয়ে কথা হবে টেবিলে। প্রতিবেদন অনুসারে, বিশ্বের শীর্ষ ২০০ র্যাঙ্কিংয়ে অন্তত ১০টি ভারতীয় বিশ্ববিদ্যালয়কে রাখতে চায় সরকার। তাই জাতীয় শিক্ষা নীতি বাস্তবায়নের পাশাপাশি, আগামী পাঁচ বছরে স্বয়ম কোর্সে দুই কোটি নতুন ছাত্র-ছাত্রীদের নথিভুক্ত করার প্রসঙ্গেও আলোচনা করা হবে বৈঠকে। প্রসঙ্গত, ২০২৯ সালের মধ্যে সরকার এই শিক্ষামূলক, জনকল্যাণমূলক পরিকল্পনা কার্যকর ক⭕রতে পারে।
আরও জানা গিয়েছে, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষꦆার জন্য প্রস্তুতিতে সাহায্য করতে, (SATHEE) সাথী পোর্টাল🥃 চালু করতে চায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। শিক্ষার্থীদের পরীক্ষার পড়াশোনায় সাহায্য করার জন্য বিনামূল্যেই সহায়তা করা হবে। আইআইটি এবং এইমস-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে পোর্টালটি। এআইয়ের উপর ভিত্তি করে আধুনিক নিয়মে পড়াশোনার উপর জোর দেওয়া হবে সাথী পোর্টালে।