স্কুলের হেডমাস্টারের নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ১৩,০০০ জন শিক্ষক। প্রায় ৯৭ শꦓতাংশ শিক্ষক উত্তীর্ণ হতে পারলেন না। সেই পরিস্থিতিতে তাঁরা কাট-অফ মার্কস কমানোর দাবি তুললেন। ঘটনাটি বিহারের।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রধান শিক্ষক পদে ৬,৪২১ জনকে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। গত বছর ১৫ অগস্ট মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেছিলেন, রাজ্যের সরকারি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিশেষ ক্যাডার তৈরি করা হবে। সেইম꧑তো প্রথমবার বিহারে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল।
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য মাত্র ৪২১ জন কাট-অফ মার্কসের গণ্ডি পার করেছেন। তাও কাট-অফ মার্কস আহামরি ছিল না। জেনারেল প্রার্থীদের ৪০ শতাংশ নম্বর পেতে হত। অনগ্রসর শ্꧅রেণির প্রার্থী এবং অত্যন্ত অনগ্রসর শ্রেণির প্রার্থীদের কাট-অফ মার্কস ছিল যথাক্রমে ৩৬.৫ শতাংশ এবং ৩৪ শতাংশ। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কাট-অফ মার্কস ৩২ শতাংশ ছিল।
বিষয়টি নিয়ে বিহারের শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, প্রধান শিক্ষকের নিয়োগের ফলাফ🐠ল থেকেই স্পষ্ট যে সরকারি স্কুলের শিক্ষকদের অবস্থা কতটা ভয়াবহ। উল্লেখ্য, ২০১১ সালে বিহারের প্রথম টেটে মাত্র ২.৮ শতাংশ প্রার্থী পাশ করেছিলেন। সেই পরিস্থিতিতে যোগ্যতামানের মাপকাঠি কমাতে বাধ্য হয়েছিল বিহার সরকার।
💛 যদিও পড়ুয়াদের ঢঙেꦐ বিহারের মাধ্যমিক শিক্ষকদের সংগঠনের সভাপতি কেদারনাথ পান্ড দাবি করেন, ‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন এসেছিল। পাঠ্যক্রমের বাইরে থেকে প্রশ্ন আসার পাশাপাশি প্রশ্নপত্রও খুব কঠিন ছিল। প্রশ্নপত্রের ধরণও সম্পূর্ণ আলাদা ছিল বলে দাবি বিহারের মাধ্যমিক শিক্ষকদের সংগঠনের সভাপতি। সেইসঙ্গে তাঁর দাবি, শিক্ষকরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি।
আরও পড়ুন: SSC CHSL 2♓021 Tier 2 Exam Date: কবে হবে পরীক্ষ𒅌া? কবে টিয়ার ১-র নম্বর জানা যাবে?
কেন্দ্রীয় সরকারি চাকরি: দেড় বছরে ১০ লাখ নিয়োগ
আগামী দেড় বছরে প্রায় ১০ লাখ কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র। মূলত গ্রুপ 'বি' এবং গ্রুপ 'সি' শূন্যপদ পূরণের দিকে নজর দেওয়া হচ্ছে। 'হিন্দুস্তান ট𒐪াইমস'-কে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের আধিকারিকরা।