বুধবার উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা (ফিজিক্স) পরীক্ষা হল। যাঁদের ‘প্রপার সায়েন্স’ আছে, তাঁরা প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার পর আজ তৃতীয় পরীক্ষা দিলেন। এবার উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা প্রশ্ন কেমন হল, কত নম্বর উঠতে পারে, কঠিন হল কিনা, তা নিয়ে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক স্বাতী সেনাপতির সঙ্গে যোগাযোগ করেছিল ‘হিন্দু🤪স্তান টাইমস বাংলা’। ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা (ফিজিক্স) পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তিনি কী বললেন, তা দেখে নিন।
যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক বলেন, ‘এবার পদার্থবিদ্যার প্রশ্নের মান ভালো হয়েছে। স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে। মাল্টিপেল চয়েস কোয়েশ্চেনের (এমসিকিউ) ক্ষেত্রে কনসেপ্ট-বেসড প্রশ্নই বেশি আছে। অর্থাৎ পদ🌳ার্থবিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে যে পরীক্ষার্থীদের ধারণা স্বচ্ছ আছে, তারা ভালোভাবেই উত্তর দিতে পারবে। আমার মতে, শর্ট অ্যানসার কোয়েশ্চেনের (এসএকিউ) ক্ষেত্রে থিওরি-বেসড প্রশ্নের সংখ্যা একটু বেশি ছিল।’
আরও পড়ুন: HS exam 2024: পে💃নসিল বক্সে করে মোবাইল নি💝য়ে প্রবেশ, ছাত্রীর উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল
তাঁর মতে, যে পরীক্ষার্থীরা ভালোভাবে পাঠ্যবই পড়েছে, তাঁদের থিওরি-বেসড প্রশ্নের উত্তর দিতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাঁরা সহজেই উত্তর দিতে পারবেন। ক্লাসেও সেই বিষয়গুলি নিয়ে ভালোভাবে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘যারা বইয়ের প্রতিটি অধ্যায়, প্রতিটি বিষয় বুঝে-বুঝে পড়েছে, তাদের অসুবিধা হওয়ার কথা নয়, যেগুলি থিও𒆙রি-বেসড প্রশ্ন হয়েছে। আর ক্লাসে আমরা যেরকম ডেরিভেশন বা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি, সেখান থেকেই প্রশ্ন এসেছে।’
অর্থাৎ সার্বিকভাবে প্রশ্ন ভালো হয়েছে বলে জানিয়েছেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক। তাঁর মতে, যাঁরা খুঁটিয়ে পড়াশোনা করে এসেছেন, নিয়মিত ক্লাস করেছেন, তাঁরা ঠিকমতো উত্তর দিতে পারবেন। পরীক্ষায় ভালো নম্বর পাবেন। যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষকের কথায়, ‘ফিজিক্স পরীক্ষায় তো কনসেপ্ট-বেসড প্রশ্ন আসবেই। কিছুটা বুদ্ধি প্রয়োগ করেই সেই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। একদম সোজাসাপটা প্রশ্ন দেওয়া হয় না। বরং ফিজিক্সে যে প্রশ্নগুলি করা হয়, সেগুলির মাধ্যমে পরীক্ষার্থী🔯দের ধারণা যাচাই করে নেওয়া হয়। তো ২০২৪ সালের উচ্চমাধ্যমিকে সেরকমই প্রশ্ন এসেছে। যেমন প্রশ্ন উচ্চমাধ্যমিকে আসে, সেরকমই এসেছ🃏ে।’
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে