বই পড়ার অভ্যাস কমছে। গল্পের বই-ও এখন অনলাইনে পড়ছে পড়ুয়ারা। এটি ঠিক নয়। এমনই দাবি করা হচ্ছে। স্কুলে তাই পড়ুয়াদের মোবাইল নিয়ে যেতে বারণ করেছে কর্তৃপক্ষ। কিন্তু একাদশ শ্রেণীর পড়ুয়🐠াদের জন্য সরকারের বই তো এখনও আসেনি। তাহলে তাদের পড়ানো হবে কীভাবে! পিডিএফই শেষ ভরসা। সংসদের ওয়েবসাইট থেকে মোবাইলে ডাউনলোড করে পড়তে হবে। আর এই বিষয়টি নিয়েও চাপে পড়েছেন শিক্ষকরা।
আরও পড়ুন: (MPPSC Result: 'একাদশ 🌠ফেল' হয়ে গেলেন ডেপুটি কালেক্টর, কৃষকের মেয়ে প্রিয়াল যাদবের গল্প পুরো ফিল্মি)
স্কুলগুলো কি মোবাইল আনতে দেবে পড়ুয়াদের
অফিশিয়াল ওয়েবসাইট থেকে বই পড়তে হলে, মোবাইল আনতে বলতে হবে পড়ুয়াদের। সেটা কীভাবে সম্ভব। শিক্ষকেরা তো অনুমতি দিতে গিয়ে দুইবার ভাববেনই। তাহলে, এবার। পড়ানো না শুরু করলে তো সিলেবাসও শেষ হবে না। এখনও পর্যন্ত বই প্রকাশও করতে পারেনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বই আসতে ঢের বাকি। বেলগাছিয়া মনোহর অ্যাকাডেমির এক শিক্ষিকা সুমনা সেনগুপ্ত এ প্রসঙ্গে প্রশ্ন করেছেন, ‘মোবাইলে সংশ্লিষ্ট বইটির প্রয়োজনীয় অংশ ডাউনলোড করে পড়াতে হলে, পড়ুয়াদেরওꩲ মোবাইল লাগবে। নাহলে কী পড়ানো হল, তা বোঝা যাবে না। পড়ুয়াদের ফোন আনতে বলাও যাবে না। পঠনপাঠন চলবে কীভাবে।
শিক্ষকরা যদিও চাপে পড়ে মোবাইল আনার অনুমতি দিলেন। কিন্তু তাতেও তো অনেক পড়ুয়ার অসুবিধা। এমন অনেক গরিব বাড়ির পড়ুয়া রয়েছে, যার বাড়িতে একটিই মোবাইল। হয়তে মা-বাবা কাজে নিয়ে যান সেটি। তাহলে তারা কীভাবে ক্লাসে বসে মোবাইল থেকে পড়বে। এককথায় বলতে গেলে, ঠিক এই কারণেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এমন ন﷽ির্দেশে শিক্ষকেরা পড়েছেন উভয়সঙ্কটে। কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসেস’-এর সৌদীপ্ত দাস জানিয়েছেন, একমাত্র সংসদ যদি পড়ুয়াদের মোবাইল আনার অনুমতি দিয়ে দেয়, তবেই একমাত্র মোবাইল নিয়ে স্কুলে আসা হবে।
আরও পড়ুন: (সরকারি শিক্ষকদের ট্রেনিং দেবেন II🌱T বিশেষজ্ঞরা, দারুণ উদ্যোগ উত্তর👍প্রদেশে)
কবে প্রকাশ করা হবে নতুন বই
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা 🌟সিমেস্টার পদ্ধতি নেওয়া হবে। পাঠ্যবইতে প্রচুর পরিবর্তন আনা হয়েছে। নতুন করে ছাপতে হচ্ছে। তাই বই প্রকাশ করতে খানিকটা দেরি হয়ে গিয়েছে। তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ প্রসঙ্গে জানিয়েছেন, ছাপা হয়ে গিয়েছে। বাংলা এবং ইংরেজি বই দ্রুত প্রকাশ করা হবে। যত দিন বই আসবে না, শিক্ষকেরা ক্লাসে মোবাইলেই বই ডাউনলোড করে ছাত্রদের পড়াবেন। কোন বইয়ের কতটা অংশ পড়ানো হল, তা পড়ুয়ার খাতায় নোট করে নেবে। এর পরে বাড়িতে মোবাইল দেখে নোটস প্রস্তুত করবে।