IBPS Clerk Recruitment 2024: IBPS ক্লার্কের আবেদন শুরু হল আজ, কতদিন চলবে? পরীক্ষার সূচি, প্যাটার্ন দেখে নিন
2 মিনিটে পড়ুন Updated: 01 Jul 2024, 08:39 PM IST-
IBPS ক্লার্ক নিয়োগ প্রক্রিয়ার বয়সসীমা
প্রার্থীদের ন্যূඣনতম বয়স ২০ হতে হবে। আর সর্বোচ্চ বয়স হতে পারে ২৮। অর্থাৎ যাঁরা ১৯৯৬ সালের ২ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন এবং যাঁরা ২০০৪ সালের ১ জুলাইয়ের পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হয়েছে।
১) ত💞ফসিলি জাতি ও তফসিলি ꦰউপজাতিভুক্ত প্রার্থী: ৫ বছর।
২) অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত (নন-ক্রি🥂মি লেয়ার) প্রার্থী: ৩ বছর।
৩) বিশেষভাবে সক্ষম প্রার্থী: ১০ বছর।
প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন কী হবে?
১) ইংরেজি: ৩০ নম্বর (৩০টি প্রশ্ন), ২০ ম🍷িনিট বরাদ্দ থাকবে।🔥
২) নিউমেরিক্যাল এবিলিটি: ৩৫ 🐬নম্বর (৩৫টি প্রশ♚্ন), ২০ মিনিট পাবেন।
৩) রিজনিং এবিলিটি: ৩৫ নম্বর (৩৫টি প൩্রশ্ন), ꦍ২০ মিনিট দেওয়া হবে।
অর্থাৎ মোট ১০০ নম্বর থাকবে। আর মোট ৬০ মিনিট (এক ঘণ্টা) মিলবে। তিনটি বিভাগের জন্য আলাদা-🔥আলাদা করে ২০ মিনিট ✱বরাদ্দ থাকবে। বিষয়টা আরও ভেঙে বলতে গেলে আপনি যদি ভাবেন যে আপনার নিউমেরিক্যাল এবিলিটি অংশটা শক্তিশালী, সেটা দ্রুত শেষ করে ফেলবেন আর বাড়তি সময়টা রিজনিং এবিলিটিতে দেবেন, সেটা হবে না।
মেন পরীক্ষার প্যাটার্ন কী হবে?
১) জেনারেল বা🌸 ফিনান্সিয়াল অ্যাওয়া▨রনেস: ৫০ নম্বর (৫০টি প্রশ্ন), ৩৫ মিনিট বরাদ্দ।
২) ইংরেজি: ৪🐼০ নম্বর (৪০টি প্রশ্ন), ৩৫ মিনিট বরাদ্দ।
৩ꦓ) রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড: ৬০ নম্বর (৫ꦦ০টি প্রশ্ন), ৪৫ মিনিট বরাদ্দ।
৪) কোয়ানটিটিয়েটিভ অ্যাপটিটিউড: ♊৫০ নম্বর (৫০টি প্রশ্ন), ৪৫ মিনিট বরাদ্দ।
অর্থাৎ মোট ১৬০ মিনিটের পরীক্ষা হবে। অ♚র্থাৎ পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪০ মিনিট। মোট ১৯০টি প্রশ্ন ⛎থাকবে। নম্বর হল ২০০।
নেগেটিভ মার্কিং থাকবে
অবজেকটিভ টেস্টের ক্ষেত্রཧে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কোনও প্রশ্নের উত্তর না দিলে অর্থাৎ ফাঁকা রেখে দিলে নেগেটিভ মার্কিং হবে না। যে নিয়ম প্রিলিমিনারির পাশাপাশি মেন পরীক্ষার ক্ষেত্রেও প্রয়োজ্য হবে।
আরও পড়ুন: 17000 Job✱ vacancy: ১৭,০০০ পদে ন𒊎িয়োগ করবে SSC, জানুন বিস্তারিত পরীক্ষা পদ্ধতি