বৃহস্পতিবার, ৮ জানুয়ারি প্রকাশিত হল IBPS ক্লার্ক ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষার স্কোরকার্ড। পরীক্ষার্🔯থীরা এই রিপোর্ট কার্ড দেౠখতে পারেন সংস্থার নিজস্ব ওয়েবসাইটে।
গত ১ জানুয়ারি IBPS ক্লার্ক ২০১৯-২০ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যে সমস্ত প্রার্থ🦄ী ওই পরীক্ষা দিয়েছেন, তাঁরা পরীক্ষার স্কোরকার্ড ও প্রাপ্ত নম্বর জানতে উদগ্রীব রয়েছেন। এ দিন নিজস্ব ওয়ে𒆙বসাইটে ফলাফল প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বোর্ড (IBPS)।
কী ভাবে IBPS ক্লার্ক প্রিলিমিনারি পরীক্ষার স্কোরকার্ড দেখবেন:
১) প෴রীক্ষার ফল দেখতে হলে সবার আগে //ibps.in/ লিঙ্কে ক্লিক করে🍸 আইবিপিএস-এর নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করুন।
২) নিজের রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর এবং পাসওয়ার্ড/ জন্ম তারিখ টাইপ করুনꦦ।
২) ক্যাপচা কোড দেখে নির্দেশ অনুয💯ায়ী তা টাইপ করুন।
৩) IBPS ক্লার্ক ২০১৯ প্রিলিমিনারি পরীক্ষা𓆉য় আপনার প্রাপ্ত নম্বর-সহ স্কোরকার্ডটি স্ক্রিনে দেখতে পাবেন। স্কোরকার্ডটি ডাউনলোড করুন।
৪) ভবিষ্যত্ প্রয়োজনের জন🎃্য স্কোরকার্ডটির প্রিন্ট আউ💎ট বের করে নিজের কাছে রাখুন।