আজ বা আগামীকাল প্রকাশিত হতে পা🎶রে চার্টাড অ্যাকাউন্ট্যান্ট (CA) ফাইনাল পরীক্ষার ফল। একইসঙ্গে পুরনো ও নতুন কোর্সের ফল প্রকাশিত হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরꦅা icaiexam.icai.org-এ নিজেদের রেজাল্ট জানতে পারবেন।
গত ৭ জানুয়ারির বিজ্ঞপ্তিতে ইনস্টিটিউট অফ চার্টাড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া (আইসিএআই -ICA🍨I) জানিয়েছিল, ১৬ জানুয়ারি সন্ধ্যায় বা ১৭ জানুয়ারি প্রকাশিত হতে পারে। ফল প্রকাশের বিষয়ে সাম্প্রতিক খবরের জন্য নিয়মিত আইসিএআইয়ের ওয়েবসাইট চেক করার কথাও বলা হয়েছে।
যে পরীক্ষার্থীরা মে꧂সেজের মাধ্যমে রেজাল্ট জানার প্রক্রিꩵয়ায় রেজিস্ট্রার করেছেন, তাঁদের ফোনেও মেসেজ যাবে।
রেজাল্ট জানান ডিরেক্ট লিঙ্ক :
১) icaiexam.icai.org
২) caresults.icai.org
৩) icai.nic.in
রেজাল্ট দেখার প্রক্রিয়া :
১)📖 উপরোক্ত তিনটি ওয়েবসাইট🔴ের যে কোনও একটিতে ক্লিক করুন।
২) 'CA final result' লিঙ্কে ক্লিক করুন।
৩) রোল নম্বর, পিন ও লগইন সংক্রান্ত তথ্য দিন।
৪) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।