২০২৪ সালের সেপ্টেম্বর সেশনের সিএ পরীক্ষার ফল প্রকাশ করল ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া। যে প্রার্থীরা সেপ্টেম্বরে মাসে সিএ ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আইসিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইট icai.org -এ গিয়ে ফলাফল দেখতে পারবেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সিএ ইন্টার পরীক্ষায় শীর্ষস্থানে মহিলাদের জয়জয়কার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনতকারী তিনজন পরীক্ষার্থীই মহিলা। এবারের সিএ ইন্টার পরীক্ষায় প্রথম হয়েছেন পরমী উমেশ পারেখ, দ্বিতীয় হয়েছেন তানিয়া গুপ্তা এহং তৃতীয় হয়েছেন বিধি জৈন। (আরও পড়ুন: দিওয়ালির আগে বড় পদক্ষে𒅌প জ্বালানি 𝄹সংস্থাগুলির, পেট্রোলের দাম কমল ৪.৬৯ পর্যন্ত)
আরও পড়ুন: চুপিসারে ভারতে ব্রিটিশ রাজা চার্লস, ফিরলেন ⭕জানাজানির আগেই! ৪ দিন কী করলেন এখানে?
আরও পড়ুন: বাংলার দ্বিতীয় সুপারক্রিটিকাল 🍨পাওয়ার প্ল্যান্টের🐻 অনুমোদন মিলেছে,প্রথমটার খবর কী?
মুম্বইয়ের পরমী এবারের ইন্টার পরীক্ষায় ৬০০-তে ৪৮৪ নম্বর (৮০.৬৭ শতাংশ) পয়েছেন। এদিকে দ্বিতীয় স্থান অর্জনকারী তানিয়া চেন্নাইয়ের ছাত্রী। তিনি ইন্টারে ৬০০-তে ৪৫৯ মার্কস (৭৬.৫ শতাংশ) পেয়েছেন। তৃতীয় স্থানে আছেন নয়াদিল্লির বিধি। তিনি ৬০০-তে পেয়েছেন ৪৪১ মার্কস (৭৩.৫ শতাংশ)। উল্লেখ্য, এবারের পরীক্ষয় গ্রুপ ১-এর জন্য আইসিএআই সিএ ইন্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বর মসের ১২, ১৪ এবং ১৭ তারিখে। এবং গ্রুপ ২ পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসের ১৯, ২১ এবং ২৩ তারিখে। সিএ ফাউন্ডেশন পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বরের ১৩, ১৫, ১৮ এবং ২০ তা🅺রিখ।
এবারে দেশে চার্টাড অ্যাকাউন্টেন্সি🐲র ইন্টারে গ্রুপ 'এ'-তে মোট ১৫.১৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট ৬৯ হাজার ২২৭ পরীক্ষার্থী গ্রুপ 'এ'-র পরীক্ষা দিয়েছিলেন। তাতে পাশ করেছেন ১০ হাজার ৫০৫ জন। গ্রুপ 'বি'-তে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০ হাজার ৭৬০ জন। উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ১১৭ জন। এদিকে এবারের সিএ ফাউন্ডেশন পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭০ হাজার ৪৩৭। তাতে পাশ করেছেন মাত্র ১৯.৬৭ শতাংশ বা ১৩ হাজার ৮৫৮ জন। দুই গ্রুপ মিলিয়ে পাশ করেছেন ১৩৩০ জন বা ৫.৬৬ শতাংশ। ফাউন্ডেশনে ৩৭ হাজার ৭৭৪ জন পুরুষ পরীক্ষার্থী বসেছিলেন। তাঁদের মধ্যে ২০.৪৭ শতাংশ বা ৭ হাজার ৭৩২ জন পাশ করেছিলেন। এবং এবারে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ৬৬৩ জন। তাতে পাশ করেছেন মাত্র ১৮.৭৬ শতাংশ বা ৬ হাজার 🍰১২৬ জন।
চার্টাড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
- প্রথমেই icai.nic.in/caresult-তে যান।
- যে পেজ খুলবে, তাতে একাধিক অপশন আছে। 'CHECK RESULTS'-র আওতায় 'Intermediate Examination : September 2024', 'Intermediate Examination - UNITS : September 2024' অপশন পাবেন। আপনি যে রেজাল্ট দেখতে চাইবেন, তাতে ক্লিক করুন।
- নয়া একটি পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং টেক্সট লিখে 'Submit' করুন। স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
চার্টাড অ্যাকাউন্টেন্সির ইন্টারমিডিয়েট পরীক্ষার মেধাতালিকা কীভাবে দেখবেন?
- রেজাল্ট দেখার মতো icai.nic.in/caresult-তে যেতে প্রার্থীদের।
- 'CHECK MERIT LIST'-র আওতায় 'Intermediate Examination : September 2024' বেছে নিতে হবে।