আগামিকাল, শুক্রবার ১০ জুলাই দুপুর ৩.০০ তে ICSE এবং I🐼CS পরীক্ষার ফল ঘোষণা করা হবে, জানাল নিয়ন্ত্রক সংস্থা CISCE।
বৃহস্পতিবার CISCE ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, আগামিকাল ICSE (দশ্ম শ্রেণি) ও ICS (দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল কাউন্সিলের ‘কেরিয়ার্স’ পোর্টালে প্রকাশিত হবে।ꩲ এ ছাড়া এসএমএ♛স-এর মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফল।
CISCE-র নথিভুক্ত সমস্ত স্কুল তাদের পড়ুয়াদের পরীক্ষার ফ💜ল জানতে অধ্যক্ষের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে CAREERS পোর্টালে ঢুকতে পারবে।
পরীক্ষার্থীরা ফল জানতে চাইলে CISCE-র নিজস্ব ওয়েবসাইট cisce.org এ🎃বং results.cisce.org এ লগ ইন করতে হবে।
এ ছাড়া, এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার ফল জানা যাব൲ে। এই ব্যবস্থায় নিজের ইউনিক আইডি এসএমএস করতে হবে✨ 09248082883 নম্বরে। মেসেজে লিখতে হবে, ICSE/ISC (ইউনিক আইডি)।
গত ২৬ জুন সুপ্রিম কোর্টকে CISCE জানিয়েছিল, বাতিল হয়ে যাওয়া পরীক্ষার মূল্যায়নের জন্য CBSE-র মতো কোনও বিকল্প ব্যবস্থার 🌳পরিকল্পনা করা হচ্ছে। ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদ🍎শ শ্রেণির ফল ঘোষণা করা হতে পারে বলে তখনই জানিয়েছিল কাউন্সিল।
পরে ২ জুলাই একটি শতাংশ-ভিত্তিক মূল্যায়ণ প্রকল্প চালু করে কাউন্সিল। অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর এবং তিনটি বিষয়ে প🥃াওয়া সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে বকেয়া পরীক্ষার মূল্যায়ন করা হবে বলে জানিয়েছিল কাউন্সিল।