ICSE and ISC 2024 Result Declared: ICSE-তে পাশের হার প্রায় ১০০%, ISC-তে বাড়ল ২%, কতগুলি স্কুলের সবাই উত্তীর্ণ হল?
2 মিনিটে পড়ুন Updated: 06 May 2024, 11:02 AM IST-
ICSE এবং ISC পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন
কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে জানানো হয়েছে যে ICSE এবং ISC পরীক্ষার ক্ষেত্রে রিভিউয়ের সুযোগ আছে। রেজাল্ট বেরনোর পরই রিভিউয়ের পোর্টাল চালু হয়ে গিয়েছ༒ে। আগামী ১০ মে পর্যন্ত রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,০০০♔ টাকা লাগবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে।
রিভিউয়ের ফলাফলেও যদি কোনও পড়ুয়া সন্তুষ্ট না হয়, ত✱াহলে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। রিভিউয়ের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,৫০০ টাকা লাগবে। www.cisce.org-র 'Public Services'-তে গিয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।
নম্বর এবং গ্রেড ভালো করার লক্ষ্যে পরীক্ষা
এবার থেকে ICSE এবং ISC-র কম্পার্টমেন্ট পরীক্ষা নেওয়া হবে না। তবে নম্বর এবং গ্রেড ভালো করার জন্য পড়ুয়াদের 'ইমপ্রুভমেন্ট' 🍃পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে🎶। আগামী জুলাইয়ে সেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের চিফ এক্সিকিউটিভ এবং সচিব জোসেফ এমানুয়েল।
আরও পড়ুন: দিনে ৫ ঘণ্টা পড়েই ব🌃োর্ড পরীক্ষায় ১০০ শতাংশ মার্কস পেল সেনা পরিবারের ⛎মেয়ে