IIT-এর পাঁচ ছাত্র সহ মোট নয় জন পুরুষ পরীক্ষার্থী এবারের আইআইএম কমন অ্যাডমিশ🐈ন টেস্টে (IIM CAT 2020) পুরোপুরি ১০০% নম্বর পেলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। শনিব༒ার তার ফল প্রকাশিত হয়েছে।
যে নয় পরীক্ষার্থী পুরো ১০০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁদের মধ্যে ৭💮 জন ইঞ্জনিয়ারিংয়ের ছাত্র। এঁদের মধ্যে পাঁচজন IIT এবং বাকি ২ জন প্রথম সারির ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের ছাত্র।
এক সরকারি আধিকারিক জানান, এবছর CAT 2021 পরিচালনা করে IIM ইন্দোর। দেশের মধ্যে ১৫৯টি শহরে IIM-এ MBA কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার 𝓡জন্য আবেদন করেছিলেন ২.২৮ লক্ষ পরীক্ষার্থী। করোনা র কারণে পরীক্ষার্থীদের যাতে বেশি দূরে যেতে না হয় সে জন্য এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক বাড়ানো হয়। দেশ জুড়ে ৪৩০টি পরীক্ষা কেন্দ্রের বন্দোবꦚস্ত করা হয়।
২.২৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পরীক𒆙্ষা দিয়েছিলেন ১.৯ লক্ষ প্রার্থী। সব মিলিয়ে পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৩.৫%।
পরীক্ষার্থীরা CAT এর ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। CAT কমিটি IIM সহ প্রথমജ সারির ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলিতে ভর্তির জন্য ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন ইত্যাদির মাধ্যমে প্রার্থী বাছাই করবে।