মেডিক্যালে স্নাতোকোত্তরে ভর্তির পরীক্ষায় নিট পিজি পরীক্ষার বদলে ন্যাশনাল এক্সিট টেস্ট আয়োজনের কথা আগেই ঘোষিত ছিল। এবার ভারতে প্রথম ন্যাশনাল এক্সিট 🌼টেস্ট আয়োজনের তারিখ ঘোষিত হয়ে গেল। ২০২৪ ন্যাশনাল এক্সিট টেস্ট বা ‘নেক্সট’ পরীক্ষা আয়োজিত হবে ওই বছরের মে মাসে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পিজি ও ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এক্সামিনেশন দুটির জায়গায় এককভাবে হবে এই পরীক্ষা।
উল্লেখ্য, এমবিবিএস পাশ করতে গেলে এই নেক্সট পরীক্ষা পাশ করা আবশ্যিক। তারপরই মিলবে রেজিস্ট্রেশন। যে রেজিস্ট্রেশনের হাত ধরে ভারতের মধ্যে যেকোনও জায়গায় চিকিৎসক হিসাবে কেউ কর্মরত হতে পারবেন। এছাড়াও এই পরীক্ষা মেডিক্যালে পোস্ট গ্র্যাজুয়েশনে বিভিন্ন স্পেশ্যালিটির ক্ষেত্রে বাছাই পর্বের জন্যও নির্ধারক হয়ে উঠবে। এদিকে, সদ্য একটি পদক্ষেপে এনএমসির তরফে জারি হয়েছে নয়া নিয়ম। সেখানে বলা হয়েছে, কেউ এমবিবিএস পরীক্ষায় ফেল করলে, তাঁকে অনুত্তীর্ণ হিসাবেই গণ্য করা হবে। এক্ষেত্র🎉ে গ্রেস নম্বর পেয়ে পাশ করার সুযোগ আর মিলবে না। এর আগে, গত ১২ জুন এনএমসির আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল বোর্ড এমবিবিএস, এর তরফে পঠনপাঠনের নিয়মাবলী পেশ করা হয়। সেই নিয়মাবলীতেই এই তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, এমবিবিএস পড়ার 🅷জন্য সাড়ে চার বছরের মূল পাঠ্যক্রম ও ১ বছরের ইন্টার্নশিপ লাগে। সেই অংশেও আনা হয়েছে কিছু পরিবর্তন।
এদিকে, এমবিবিএস পাশের ক্ষেত্রে ২০২৪ সাল থেকে নয়া ‘নেক্সট’ পরীক্ষা নিয়ে সদ্য মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। সেই দিন ভারতের সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে হয়েছে বৈঠক। ভার্চুয়াল বৈঠকে সমস্ত কলেজের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আগেই খসড়া নির্দেশি꧅কায় জানানো হয় যে, দুটি ভাগে ভাগ করে নেক্সট পরীক্ষাটি সম্পন্ন করা হবে। সদ্য এনএমসি জানিয়েছে দুটি ভাগে ভাগ করে হবে নেক্সট পরীক্ষা। প্রতিবছর মে ও নভেম্বর মাসে হবে দুটি পরীক্ষা। এই পরীক্ষা হবে নেক্সট ১ হিসাবে। এটি থিওরি নির্ভর পরীক্ষা হবে। নেক্সট ২ পরীক্ষাটি হবে প্র্যাক্টিক্যাল নির্ভর। এটি বছরে একবার হবে। তাতে হবু চিকিৎসকদের ক্লিনিক্যাল স্কিল যাচাই করা হবে।