ভারতীয় পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) নিয়োগের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদনের আহ্বান জানাচ্ছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২১ শে জুলাই, ২০২০ বা তার আগে অনলাইনে appost.in-এ আবেদন করতে পারবেন।শূন্য পদের বিবরণ:শূন্যপদের মোট সংখ্যা: ৩২৬২বয়সসীমা:২০২০ সালের ২২ জুনের মধ্যে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।বয়সের ছাড়:এসসি / এসটি: ৫ বছরওবিসি: ৩ বছরপ্রতিবন্ধী প্রার্থীরা: ১০ বছরযোগ্যতার:যে কোনও স্বীকৃত স্কুল বোর্ড থেকে দশম শ্রেণি পাস করতে হবে প্রার্থীকে।প্রথম প্রয়াসে যাঁরা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেইসব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রার্থীদের অবশ্যই স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে।আবেদন ফি:OC/OBC/EWS/ পুরুষ / ট্রান্স ম্যান বিভাগের প্রার্থীদের জন্য GDS পরীক্ষার আবেদন ফি 100 টাকা।মহিলা / ট্রান্স-মহিলা প্রার্থীরা এবং PwD প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন।