কবে ভারতীয় রেলে নিয়োগ হবে? কবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? তা নিয়💟ে চাকরিপ্রার্থীরা ধন্দে থাকেন। হাপিত্যেশ করে বসে থাকেন তাঁরা। সেই পরিস্থিতিতে এবার ভারতীয় রেলের নিয়োগ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। সেই ক্যালেন্ডারে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কবে রেলের কোন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ২০২৪ সালের তালিকা অনুযায়ী, চলতি বছর অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগ, টেকনিশিয়ানস নিয়োগ, নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি (NTPC)- গ্র্যাজুয়েট (লেভেল ৪, ৫ এবং ৬) নিয়োগ, নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি - আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল ২ এবং ৩) নিয়োগ, জুনিয়র ইঞ্জিনিয়ারস নিয়োগ, প্যারামেডিক্যাল ক্যাটেগরিস নিয়োগ, লেভেল ১ নিয়োগ, মিনিস্ট্রেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
জানুয়ারি-মার্চে কোন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে?
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) তরফে জানানো হয়েছে, জানুয়ারি-মার্চে শুধুমাত্র অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে✨ছে আরআরবি। আগামী জুন থেকে অগস্টের মধ্যে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের প্রথম পর্যায়ের 'কম্পিউটার বেসড টেস্ট' (সিবিটি) হবে।
আগামী সেপ্টেম্বরে হবে দ্বিতীয় পর্যায়ের 'কম্পিউটার 🥃বেসড টেস্ট' (সিবিটি)। সেই পরীক্ষার পরে নভেম্বরে 'অ্যাপটিটিউট টেস্ট' হবে। 'অ্যাপটিটিউট টেস্ট'-র পরে অ্যাসিসট্যান্ট লোকো পাইলট নিয়োগের জন্য প্রার্থীদের একটি তাল🥃িকা প্রকাশিত হবে। তাঁদের নথি যাচাইয়ের জন্য ডাকবে আরআরবি। সেই তালিকা নভেম্বর বা ডিসেম্বরে প্রকাশিত হবে।
এপ্রিল-জুনে কোন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে?
ওই সময়ের🅺 মধ্যে টেকনিশিয়ানস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সূত্♕রের খবর, চলতি মাসেই ৯,০০০ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মার্চে শুরু হবে অনলাইনে আবেদনের প্রক্রিয়া। চলবে এপ্রিল পর্যন্ত।
জুলাই-সেপ্টেম্বরে কোন কোন পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে?
১) ন💯ন টেকনিকাল পপুলার ক্যাটেগরি - গ্র্যাজুয়েট (লেভেল ৪, ৫ এবং ৬)।
২) ဣনন টেকনিকাল পপুলার ক্যাটেগরি 🐼- আন্ডার গ্র্যাজুয়েট (লেভেল ২ এবং ৩)।
৩) জুনিয়র ইঞ্জিনিয়ারস।
৪) প্যারামেডিক্যাল ক্যাটেগরিস।
অক্টোবর-ডিসেম্বরে কোন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে?
১) লেভেল ১।
২) মিনিস্ট্রেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটেগরিস।
আরও পড়ুন: Indian Railways jobs: ꦏভারতীয় রেলে চাকরির বড় সুযোগ! টেকনিশিয়ানের জন্য ৯,০০০ শূন্যপদে নিয়োগ