আড়াই বছরের অপেক্ষার অবসান। অবশেষে ১,০০০ ইঞ্জিনিয়ারিং স্নাতককে চাকরির অফার লেটার পাঠিয়েছে ইনফোসিস। এমনটাই জানিয়েছে ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট। ঠিক এক সপ্তাহ আগেই কোম্পানির সিইও, সাহিল পারেখ, জানিয়েছিলেন🐷 নতুন স্নাতক পাস করা ফ্রেশারদের চাকরির অফারকে দেওয়া হবে। তাঁরা যাতে খুব শীঘ্রই এই কোম্পানিতে যোগদান করতে পারেন, তা করার প্রতিশ্রুতিও দিয়েছিল ইনফোসিস। এবার সেই কথাই রেখেছে কোম্পানি।
আরও পড়ুন: (NAT 2024: ১৬💮 জন শিক্ষককে দেওয়া হবে জাতীয় পুরস্কার, জানুন কোন বিভাগে স্বীকৃতি দেবে শিক্ষামন্ত্রক)
জয়েনিং করার তারিখ নির্ধারিত হয়েছে ৭ অক্টোবর। ইনফোসিস এদিন ইমেলের মাধ্যমেই অফার লেটার পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সিস্টেম ইঞ্জিনিয়ার পদেই নিয়োগ করা হবে এই নি💛র্বাচিত ফ্রেশারদের। অফার লেটারে বলা হয়েছে যে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা, ভারতের মহীশূরে ৭ অক্টোবর, ২০২৪ তারিখ থেকে কাজ শুরু করতে পারবেন। কোম্পানি আরও উল্লে🧸খ করেছে যে যদি কর্মচারীরা তাঁদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে কোম্পানি ছেড়ে চলে যান, তাহলে তাঁদের ক্ষতিপূরণ হিসাবে ইনফোসিসকে ১ লক্ষ টাকা দিতে হবে।
উল্💖লেখ্য, ২০২২ সালে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল এই ফ্রেশারদের৷ তারপর আড়াই বছর কিছু জানায়নি কোম্পানি। অবশেষে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে, এই প্রার্থীদের দু' টো ট্রেনিং সেশনে অংশগ্রহণও করতে বলেছিল কোম্পানি। ১৯ অগস্ট ছিল শেষ ট্রেনিংয়ের তারিখ।
আরও পড়ুন: (Railways Vacant Post: শূন্যপদ পূরণে নয়া উপায়ে লোক নিচ্ছে꧃ রেল! বয়সসীমা কত? মাসে কত টাকা পাবেন? DA আছে?)
আসলে, পুনে-ভিত্তিক আইটি কর্মীদের ইউনিয়ন, ন্যা𒆙সেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট, সম্প্রতি শ্রম মন্ত্রকের কাছে অভিযোগ করেছিল যে ইনফোসিস ২,০০০ ইঞ্জিনিয়ারিং স্নাতকদের সঙ্গে অন্যায় আচরণ করেছে। সিস্টেম ইঞ্জিনিয়ার এবং ডিজিটাল সিস্🐓টেম ইঞ্জিনিয়ার পদের জন্য ২,০০০ ইঞ্জিনিয়ারিং স্নাতকদের নির্বাচিত করেও চাকরিতে যোগদানের বিষয়ে কোনও পদক্ষেপ করছে না।
আরও পড়ুন: (ঢেলে সাজানো হল SWAYAM কোর্সের পরীক্ষার নিয়ম, সুবিধা হবে পড𓆏়ুয়াদের)
আরও জানা গিয়েছে, 'সিস্টেম ইঞ্জিনিয়ার' পদের প্রার্থীরা স্বস্তি পেলেও 'ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার' পদে প্রায় ৩০০ ফ্রেশারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের বার্ষিক বেতন𝔉 প্যাকেজ আনুমানিক ৬🍌.৫ লক্ষ টাকা, যেখানে সিস্টেম ইঞ্জিনিয়ার পদের জন্য বার্ষিক বেতন প্যাকেজ ৩.২ লক্ষ টাকা থেকে ৩.৭ লক্ষ টাকা হওয়ার কথা।
ইনফোসিস নিয়োগের পরিসংখ্যান
ইনফোসিস ২০২২-২৩ আর্থিক বছ💫রে ৫০,০০০ জনেরও বেশি ফ্রেশার নিয়োগ করেছিল, কিন্তু এই সংখ্যা ২০২৩-২৪ আর্থিক বছরে প্রায় ১১,৯০০-এ নেমে এসেছে। গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো কোম্পানির মোট কর্মচারীর সংখ্যা হ্রাস পেয়েছে।