ইন্দো-টিবেটিয়ান বর্ড🍌ার পুলিশের (ITBP) তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবলের ৫২৬টি পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in যেতে হবে। আপাতত ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। আপাতত শুধুমাত্র সংবাদমাধ্যমে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ꦐহবে।
প্রার্থীরা ১৫ নভেম্বর থেকে ITBP SI এবং Constable Recruitment-র জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ ডিসেম্বর। এই নিয়োগের জন্য এসআই (গ্রুপ বি) এবং কনস্টেবল ও হেড কনস্টেবল (গ্রুপ সি) পদে মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পার🦋বেন।
কোন পদে কতজনকে নিয়োগ করা হবে?
১) সাব-ইনস্পেক্টর (টেলিকমিউনিকেশন)💮: ৯২টি পদ (৭৮ জন পুরুষ, ১৪ জ๊ন মহিলা)
২) হেড কনস্টেবল (টেলিকমিউনিকেশন): ৩৮৩টি পদ (পুরুষ ৩২৫ জন,💯 মহিলা ৫৮ জন)
৩) কౠনস্টেবল (টেলিকমিউনিকেশন): ৫১টি পদ ඣ(৪৪ জন পুরুষ এবং ৭ জন মহিলা)
এক্স-সার্ভিসম্যানদের জন্য সংরক্ষণের নিয়ম
১০ শতাংশ শূন্যপদ এক্স-সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। আইটিবিপির তরফে জানানো হয়েছে যে যোগ্য প্রার্থীদের অনুপস্থিতির কারণে এক্স-সার্ভিসম্যান প্রার্থীদের জন্য সংরক্ষিত শূন্যপদগুলি যদি ফাঁকা পড়ে থাকে, তবে সেগুলি নন-এক্স-সা🌳র্ভিসম্যান প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।
আরও পড়ুন: Job News: TC🍌S-এ ৪০ হাজার নিয়োগ নিয়ে ব🐬ড় আপডেট! কী বলছেন সংস্থার এইচআর
যোগ্যতামান
এসআই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০-২৫ বছরের মধ্যে। হেড কনস্টেবল পদে প্রার্থীদের বয়সসীমা ১৮-২৫ বছর এবং হাবিলদার পদের ඣজন্য ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
সাব-ইনস্পেক্টর (এসআই) পদের জন্য প্রার্থীদের ২০০ টাকা ফি দিতে 🐎হবে। হেড কনস্টেবল ও কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রা🦩র্থীকে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। প্রার্থীদের আরও তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিভিন্ন পদের বেতন
১ও) সাব-ইনস্পেক্টর: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা (লেভেল ৬)।
২) ﷺহেড কনস্টেবল: ২৫,০০০ টাকা ৮১,১০০ টাকা (লেভেল ৪)।
৩) কনস্টেবল: ২১,৭🔯০০ টাকা থেকে ৬৯🙈,১০০ টাকা (লেভেল ৩)।
আরও পড়ুন: ONGC Recruitment 2024: ONGC-তে ২০০০ পদে পরীক্ষা ছাড়াই নিয়োগ! কোথায় কীভাবে আবেদন 🍬করবেন?