জয়েন্ট এন্ট্রান্স (মেইনস ইঞ্জিনিয়ারিং) পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী ১০০ পারসেন্টাইল স্কোর করেছেন। এরমধ্যে ৫ জনের ফলাফল অসম্পূর্ণ এসেছে। এই ৫ 🦹জন ভুল পন্থা অবলম্বন করায় তাঁদের ফলাফল অসম্পূর্ণ এসেছে। একথা জানিয়েছে ন্যাশমাল টেস্টিং এজেন্সি।
আজই প্রকাশিত হয়েছে জেইই মেইনসের দুটি সেশনের ফলাফল। এর আগে গতকাল জেইই মেইনসের দ্বিতীয় সেশনের উত্তরপত্র প্রকাশিত হয়। তখন থেকেই কাউন্টডাউন শুরু হয় যে কবে প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল। জানা গিয়েছে, যে সমস্ত ছাত্ররা জয়েন্টে ১০০ এর বেশি স্কোর করেছেন, তাঁরা বেশিরভাগই অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, ও রাজস্থানের পড়ুয়া। উল্লেখ্য, গত বছরের তুলনায় এই বছর অনেকটাই কমে গিয়েছে ১০০ পারসেন্টাইল পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা। গত বছর ৪৪ জন পেয়েছিলেন ১০০ পারসেন্টাইল, এই বছর সেই সংখ্যা ২৪ এ নেমেছে। চলতি বছরের জয়েন্টে যাঁরা ১০০ পারসেন্টাইল পেলেন তাঁদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের ৫ জন, তেলাঙ্গানার ৪ জন, তেলাঙ্গানার ৪ জন। পড়ুন অন্𝓀যরকমের খবর-বিয়েতে গোল্ড ফেশিয়াল করবেন কিনা ভাবছেন? জানুন এর ༺উপকারগুলি
এছাড়াও এই ২৪ জনের মধ্যে মহারাষ্ট্র, কেরল, অসম, বিহার, পঞ্জাব, কে🦋রল থেকে ১ জন করে রয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া স্কোরের শতাংশ কিন্তু পারসেন্টাইল নয়। পারসেন্🃏টাইল ও স্কোরের শতাংশ আলাদা বিষয়। জানা গিয়েছে জয়েন্টের টপার স্নেহা পারিক আপাতত বম্বে আইআইটিকে পাখির চোখ করে রেখেছেন।