দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে সম্প্রতি। অনুমোদন ছাড়াই বেসমেন্টে লাইব্রেরি খোলা হয়েছিল রাউ'স স্টাডি সার্কেল নামক সেই নাম করা কোচিং সেন্টারে। এর জেরেই দিল্লি পুরসভা এবং সংশ্লিষ্ট আইএএস কোচিং সেন্টারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। তবে এই রাউ'স স্টাডি সার্কেলে পড়তে গেলে চাকরিপ্রার্থীদের কত করে ফি দিতে হয় জানেন? রিপোর্ট অনুযায়ী, ৯ থেকে ১০ মাসের জন্যে জেনারেল স্টাডির কোর্সের জন্যেই রাউ'স স্টাডি সার্কেল চাকরিপ্রার্থীদের থেকে চার্জ করে ১ লাখ টাকা! তবে সেটা সাধরণ কোর্স। এই কোচিং সেন্টারে ইন্টিগ্রেটেড ফাউন্ডেশন কোর্সে পড়তে গেলে আরও অনেক টাকা খসাতে গেলে দিতে হয় আরও অনেক টাকা। (আরও পড়ুন: বাংলার 🎶সরকারি কর্মীদের 'অ্যাপ্রেসাল' সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের)
রাউ'স স্টাডি সার্কেলেরই ওয়েবসাইট অনুযায়ী, প্রিলিমস এবং মেইনসের জন্যে যদি জেনারেল স্টাডিজের ইন্টিগ্রেটেড ফাউন্ডেশন কোর্স করতে হয়, তাহলে তার ফি ১ লাখ ৭৫ হাজার টাকা। এবং লাইভ অনলাইন ক্লাসের জন্যে ফি ৯৫ হাজার টাকা। এদিকে মেইনসে অপশনাল সাবজেক্টের জন্যে অফলাইন ক্লাসের ফি ৫৫ হাজ♔ার টাকা। এই কোর্স ৬ মাসের। এদিকে অপশনাল সাবজেক্টের লাইভ অনলাইন ক্লাস করলে ফি দিতে হয় ৪৫ হাজার টাকা। এদিকে সিভিল সার্ভিসেস অ্যাপ্টিটিউড টেস্টের জন্যে তিন মাসের অফলাইন কোর্সের ফি ১৮ হাজার ৫০০ টাকা। এবং একই কোর্স লাইভ অনলাইন ক্লাসের মাধ্যমে করলে ১২ হাজার ৫০০ টাকা ফি দিতে হয় চাকরিপ্রাꦰর্থীদের।
রিপোর্ট অনুযায়ী, দিল্লির কোচিং সেন্টারে মৃত শ্রেয়া যাদবের বাবা জানিয়েছেন, মেয়েকে রাউ'স স্টাডি সার্কেলে ভরতি করতে তিনি ঋণ নিয়েছেন। শ্রেয়ার বাবা গবাদি পশুপালন করেন। রিপোর্ট অনুযায়ী, গত ২৭ জুলাই সন্ধ্যা সাতটা নাগাদ দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে অবস্থিত কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়ও। পুলিশ জানায়, সেইসময় কোচিꦰং সেন্টারের মধ্যে প্রায় ৩০ জন পড়ুয়া ছিলেন। ১৩-১৪ জনকে উদ্ধার করা হয়। বাকিরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তিনজনের মৃত্যু হয়। সহপাঠীদের মৃতদেহ উদ্ধারের পরই ক্ষোভে পড়েন অন্যান্য ইউপিএসসি প্রার্থীরা। অভিযোগ ওঠে, বেআইনি ভাবেই বেসমেন্টে লাইব্রেরি খোলা হয়েছিল। এই আবহে বিচারের দাবিতে রাউ'স স্টাডি সার্কেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পড়ুয়ারা। এদিকে ২৮ জুলাই রাউ'স কোচিং সেন্টারের সিইও অভিষেক গুপ্তা এবং সংস্থার কোঅর্ডিনেটর ডিপি সিংকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।