গ্রামীণ দরিদ্র জনগণ, বিশেষ করে - গ্রামের গরিব মহিলাদের✃ ক্ষমতায়নে আরও জোর দিল কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এবার থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আওতায় গ্রামের দরিদ্রদের গৃহ নির্মাণের ক্ষেত্রে, বাড়ির ১০০ শতাংশ মালিকানা যাতে মহিলাদের নামেই করা হয়, তা নিশ্চিত করল সরকার।
টাইমস অফ ইন্ডিয়া-এ প্ꦕরকাশিত প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের যে কাজ শুরু হবে, সেখানেই এই নয়া নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে।
এক্ষেত্রে যোগ্য পরিবারের মহিলা সদস্যদের নামেই বাড়ির জন্য🃏 আবেদন করতে হবে এবং বাড়ি তৈরি 🔯হলে, তা ওই মহিলা আবেদনকারীদের নামেই সরকারিভাবে তা নথিভুক্ত থাকবে।
প্রসঙ্গত, বর্তমান ব্যবস্থাপনায় প্রধ𝓀ানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় মহিলাদের ক্ষেত্রে 'একক মালিকানা' এবং 'যৌথ মালিকানা' পাওয়ার উপায় আছে। যাতে বাড়ির মালিকানা পাওয়ার ক্ষেত্রে পুরুষের একচ্ছত্র অধিকার কায়েম না হয়।
সংশ্লিষ্ট এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান ব্যবস্থাপনার জেরে, 🎶গ্রামীণ ক্ষেত্রে প্রধানম⛎ন্ত্রী আবাস যোজনায় যত বাড়ি তৈরি হয়েছে, তার প্রায় ৭৪ শতাংশের মালিক হিসাবে মহিলাদের নাম রয়েছে। এক্ষেত্রে মহিলারা একক অথবা যৌথভাবে বাড়ির মালিক হয়েছেন।
কিন্তু, পরবর্তী - অর্থাৎ, দ্বিতীয় দফার প্রকল্প ▨রূপায়নের সময় বাড়ির ম🔯ালিকানা ১০০ শতাংশ মহিলাদের দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবারই প্রধা🌄নমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আট বছর পূর্ণ হল। উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম দফায় প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার প্রায় দুই বছর পর, ২০১৬ সালে আগরা থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে আবাস যোজনার কাজ শুরু করার আগে🙈 কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে একটি নতুন সমীক্ষা শুরু করা হয়েছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে - 'আবাস প্লাস ২০২৪'। আবাস যোজনার দ্বিতীয় দফায় যোগ্য উপভোক্তাদের খুঁজে বের করতেই এই সমীক্ষা করা হবে।
এই ব্যবস্থায় কোনও ব্যক্তি, যিনি আবাস যোজনার অধীনে ঘর পাওয়ার যোগ্য, অথচ সমীক্ষকরা তাঁর নাম আব💮াস যোজনার তালিকায় তোলেননি, সেইরকꦇম ব্যক্তিরাও নিজেদের নামে ঘর তৈরি করে দেওয়ার আবেদন জানাতে পারবেন।
তবে, আবাস যোজনায় যোগ্য হিসাবജে বি𓄧বেচিত হতে গেলে সর্বক্ষেত্রেই আবেদনকারীদের ১০টি শর্ত পূরণ করতে হবে।
কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল, ২০২৪ থেকে ২০২৯ সালের মধ্যে আবাস যোজনার অধীনেꦿ ২ কোটি পরিবারকে পাকা বাড়ি প্রদান করা। তথ্য বলছে, কেন্দ্রের কাছে ইতিমধ্যেই ১ কোটি ২০ লক্ষ যোগ্য উপভোক্তার তালিকা তৈরি আছে। নয়া সমীক্ষার মাধ্যমে আরও ৮০ লক্ষ যোগ্য উপভোক্তাকেও চিহ্নিত করে ফেলা হবে।