ঘড়ির কাঁটা রাত ১২ টা ছুঁতেই যেন একলপ্তে 'টেনশন' বেড়ে গেল।🔴 কারণ আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হ🤪তে চলেছে। এবার মাত্র ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যা গতবার ছিল ৭৯ দিন। পর্ষদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। অনলাইনে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তেও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিক রেজাল্ট দেখুন এক ক্লিকেই - ক্লিক করুন এখানে
কীভাবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে হবে?
১) মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.ni꧙c.in -তে যেতে হবে পড়ু♒য়াদের।
২) সেই পেজে ঢুকলেই মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক মিলবে। তাতে 🥂ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে ♉মাধ্যমিকের রোܫল নম্বর, পরীক্ষার্থীরা জন্মতারিখ এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে সেই পরীক্ষার্থীর রেজাল্ট দেখা যাবে।
২০২২ সালের মাধ্যমিকে অঞ্চল-ভিত্তিক ‘AA’ গ্রেড প্রাপকের সংখ্যা
১) কলকাতা: প্রথম পত্রে ৮,৪৪৪ জন; দ্বিতীয় পত্রে ৮,৫৬৬ জন; অঙ্কে ১৫,৮১১ জন; ভৌতবিজ্ঞানে ৯,২৮৮ জন; জীব🐽নবিজ্ঞানে ৯,৮৯২ জন; ইতিহাসে ৫,৪২৬ জন এবং ভূগোলে ১৩,৬৫৬ জন ‘AA’ গ্রেড পেয়েছিল।
২) বর্ধমান: প্꧙রথম পত্রে ৬,৭৫৩ জন; দ্বিতীয় পত্রে ৪,২১২ জন; অঙ্কে ৮,০১৪ জন; ভৌতবিজ্ঞানে ৪,৮৫৯ জন; জীবনবিজ্ঞানে ৫,৪৫১ জন; ইতিহাসে ৩,৩২০ জন এবং ভূগোলে ৭,৪১৮ 🙈জন ছাত্রছাত্রী ‘AA’ গ্রেড পেয়েছিল।
৩) মেদিনীপুর: প্রথম পত্রে ৫,৬৪৯ জন; দ্বিতীয় পত্রে ৪,ไ১৩৬ জন; অঙ্কে ৯,৯৬৩ জন; ভৌতবিজ্ঞানে ৬,১৯৩ জন; জীবনবিজ্ঞানে ৬,২🦋০০ জন; ইতিহাসে ৩,৫০৫ জন এবং ভূগোলে ৭,৮৯১ জন ছাত্রছাত্রী ‘AA’ গ্রেড পেয়েছিল।
৪) উত্তরবঙ্গ: প্রথম পত্রে ৪,৩৮০ জন; দ্বিতীয় পত্রে ৩,২৩৬ জন; অঙ্কে ৫,৫৯৮ জন; ভৌতবিজ্ঞানে ৩,৭১১ জন; জীবনবিজ্ঞানে ৩,৫১৫ জন; ইতিহা🔯সে ২,২৭২ জন এবং ভূগোলে ৫,৪৪৩ জন ছাত্রছাত্রী ‘AA’ গ্রেড পেয়েছিল।
৫) সার্বিকভাবে পুরো রাজ্যে প্রথম পত্রে ২৫,২২৬ জন; দ্বিতীয় পত্রে ২০,১৫০ জন; অঙ্কে ৩৯,৩৮৬ জন; ভৌতবিজ্ঞানে ২৪🎐,০৫১ জন; জীবনবিজ্ঞানে ২৫,০৫৮ জন; ইতিহাসে ১৪,৫২৩ জন এবং ভূগোলে ৩৪,৪০৮ জন ছাত্রছাত্রী ‘AA’ গ্রেড পেয়েছিল।
– কলকাতা অঞ্চল🅘: কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া এবং শ্রীরামপুর মহকুমা।
– মেদিনীপুর অঞ্চল: পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর♍, পুরুলিয়া, খাতরা মহকুমা।
– উত্তরবঙ্গ অঞ্চল: দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উ🐻ত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরღ, মালদা এবং কাটিহার (অতিরিক্ত অঞ্চল)।
– বর্ধমান অঞ্൲চল: বর্ধমান, বীরভূম, বাঁকুড়া (খাতরা মহকুম✃া ছাড়া), হুগলি (শ্রীরামপুর মহকুমা ছাড়া), দেওঘর (অতিরিক্ত অঞ্চল)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। H꧋T App ডাউনলোড করার লিঙ্ক )