ঘড়ির কাঁটা রাত ১২ টা ছুঁতেই যেন একলপ্তে 'টেনশন' বেড়ে গেল। কারণ আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমি🎃কের ফলাফল প্রকাশিত হতে চলেছে। এবার মাত্র ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। যা গতবার ছিল ৭৯ দিন। পর্ষদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে। অনলাইনে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তেও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিক রেজাল্ট দেখুন এক ক্লিকেই - ক্লিক করুন এখানে
কীভাবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে হবে?
১) মধ্যশিক্ষা পর্ষদের অ🍌ফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে যেতে হবে পড়ুয়াদের।
২🧸) সেই পেজে ঢুকলেই মা✃ধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক মিলবে। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে মাধ্যমিকের রোল নম্বর, পরীক্ষার্থীরা জন্মতারিখ এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে।🅠
৪) স্ক্রিনে সেই পরীক্ষার্থীর রেজাল্ট দেখা যাবে।
২০২২ সালের মাধ্যমিকে অঞ্চল-ভিত্তিক ‘AA’ গ্রেড প্রাপকের সংখ্যা
১) কলকাতা: প্রথম পত্রে ৮,৪৪৪ জন; দ্বিতীয় পত্রে ৮,৫৬৬ জন; অঙ্কে ১৫,৮১১ জন; ভৌতবিজ্ঞানে ৯,২৮৮ জন; জীবনবিজ্ঞানে ৯,৮৯২ জন; ইতিহাসে ৫,৪২৬ জন এবং ভূগোলে꧟ ১৩,৬৫৬ জন ‘AA’ গ্রেড পেয়েছিল।