ফল প্রকাশিত হল পুনরায় নিট পরীক্ষা দেওয়া পড়ুয়াদের। এর আগে গ্রেস মার্কস পাওয়া প্রায় দেড় হাজার পরীক্ষার্থীকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা জানিয়েছিল এনটিএ। কারণ, শীর্ষ আদালতে মামলার পরে তাদের গ্রেস মার্কস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই আবহে আগের ঘোষণা মতো, গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জন নিট পরীক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হয়েছিল ২৩ জুন। অবশ্য রিপোর্ট অনুযায়ী, গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জনের মধ্যে মাত্র ৫২ শতাংশই ফের নিট ইউজি পরীক্ষায় বসেছিলেন গত ২৩ জুন। এদিকে আজকের প্রকাশিত ফল দেখা যাবে exams.nta.ac.in ওয়েবসাইটে। (আরও পড়ুন: বড় সিদ্ধান্ত রাজ্য সর♔কারের, কলকাত🎐ায় একলাফে অনেকটা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম)
আরও পড়ুন: সা♋ম-দাম-দণ্ড-ভেদ! আর ১৫ দিন পর DA মামলার শুনানি, তার আগে নয়া চাল সরকারি কর্মীদের
আরও পড়ুন: কার্যকর হল নয়া ফৌজদারি আইন, সাধারণ মানুষের যে ১০টি পরিবর্ত𝔉নের বিষয়ে জানা উচিত
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছিল, গ্রেস মার্কস প্রাপ্ত ১,৫৬৩ জন প্রার্থীর মধ্যে কেবল ৮১৩ জন পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিলেন। এদিকে ২৩ জুনের পরীক্ষায় উপস্থিত হয়েছিলেন অনেক 'ফুল মার্কস' পাওয়া পরীক্ষার্থীও। উল্লেখ্য, গত ৫ মে অনুষ্ঠিত নিট পরীক্ষা চলাকালীন সময় নষ্ট হওয়ার কারণে দেশ জুড়ে প্রায় ১৫৬৩ জন পরীক্ষার্থীদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। পরে অবশ্য শীর্ষ আদালতে এনটিএ জানায়, গ্রেস মার্কস বাতিল করা হচ্ছে। বদলে গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জন পড়ুয়াকে নতুন করে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। সেই পরীক্ষায় যারা বসবেন না, তাদের ক্ষেত্রে গ্রেস মার্কস ছাড়া প্রাপ্ত নম্বরই গণ্য করা হবে চূড়ান্ত মার্কস হিসেবে। সেই মতো এই ১৫৬৩ জন পরীক্ষার্থীর নয়া মার্কস প্রকাশ করল এনটিএ। (আরও পড়ুন: প্যান্টোগ্রাফে জড়াল ওভারহেড তার, হাওড়া শাখায় ব্যাহত ট্রেন চলাಞচল, 🐈বাতিল ২ লোকাল)
আরও পড়ুন: আজ বাংলায় সরকা⭕র ঘোষিত অর্ধদিবস ছুটি, মাসের প্রথম দিনে ব্যাঙ্কও কি ব🌃ন্ধ কলকাতায়?
আরও পড়ুন: SBI-PNB গ্রাহকদের জন্য বড় আপডেট, জুলাই 🍷থেকে বদলাচ্ছে এই সব নিয়ম
প্রসঙ্গত, ২০২৪ সালের নিট পরীক্ষায় ৬৭ জন ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছিলেন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ ওঠে, এই পরীক্ষার্থীদের সর্বোচ্চ ১৪০ মার্কস পর্যন্ত গ্রেস মার্কস দেওয়া হয়েছিল। যার জেরে অনেকে ৭২০ নম্বর𒁃ে ৭২০ পেয়েছিলেন। পরে বিতর্কের আবহে সুপ্রিম কোর্টে এনটিএ জানায় সব গ্রেস মার্কস বাতিল করা হচ্ছে। এর পাশাপাশি গ্রেস মা🐈র্কস বাতিল হওয়া পরীক্ষার্থীদের ফের পরীক্ষায় বসার বিকল্প দেওয়া হবে। এদিকে যারা পুনরায় পরীক্ষার বিকল্প বেছে নেননি, তাদের গ্রেস মার্কস ছাড়াই আসল স্কোর সমেত মার্কশিট জারি করবে এনটিএ।