মেডিক্যালে প্রবেশিকার নিটꦚ ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ২০২৩ নিট ইউজির ফলাফলে দেখা গিয়েছে যুগ্ন প্রথম। এই প্রথমস্থানটি দখলে রেখেছেন তামিলনাড়ুর প্রবঞ্জন জে ও অন্ধ্রপ্রদেশের বোরা বরুণ চক্রবর্তী। এঁদের প্রাপ্ত নম্বর ৭২০। পার্সেন্টাইল ৯৯.৯৯। এই স𝓰াইট থেকে ক্লিক করে নিজের যাবতীয় বিস্তারিত তথ্য পেশ করে জানা যাবে ফলাফল।
উল্লেখ্য, নিট ইউজি পরীক্ষায় প্রায় ২০ লাখের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছেন। এদিকে, ১৩ জুনের এই ফলাফলের হাত ধরে মেডিক্যালে প্রবেশিকায় কারা উত্তীর্ণ হয়েছেন তাঁদের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, বিভিন্ন ক্যাটেগোরির পরীক্ষার্থীদের ভিন্ন ভিন্ন কাট অফ মার্কসের নিরিখে এই তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় উঠে এসেছে প্রথম দশের༒ নাম। একনজরে দেখা যাক, নিট ইউজির প্রথম দশের তালিকায় কারা-
প্রভরঞ্জন জে, বোরাবরুণ চক্রবর্তী (৭২০)
কৌস্তভ বাউরি (৭১৬)
প্রাঞ্জল আগরওয়াল (৭১৫)
ধ্রুব আদভানি (৭১৫)
সূর্য সিদ্ধার্থ এন (৭১৫)
শ্রীনিকেত রবি (৭১৫)
স্বয়ম শক্তি ত্রিপাঠী (৭১৫)
ভারুন এস (৭১৫)
পার্থ খান্দেলওয়াল (৭১৫)
কীভাবে ডাউনলোড করবেন ফলাফল?
১. প্রথমেই𒁃 যান ওয়েবসাইটে এই লিঙ্কে গিয়ে ক্লিক ༒করুন।
২. এরপর হোমপে🎃জে গিয়ে ♕নিট ইউজি ফলাফলের লিঙ্কে ক্লিক করে ফেলুন।
৩. এরপর একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।
৪. এরপর নিজের অ্যাপ্লিকেশন নম্বর ও জন্ম তারিখ পেশ করতে🅘 হবে।
৫. নিট ইউজি ফলাফল দেখতে যাবতীয় তথ্য দিয়ে দিন।
৬. এরপর দেখে নিন ফলাফল, ডাউনলোড করুন ফলাফল।
৭. এরপর ভবিষ্যতে রেফারেন্স✤ের জন্য বের করুন প্রিন্টআউট।
নিটের কাউন্সিলিং সম্পর্কীয় তথ্য:-
নিট ইউজি ক𒊎াউন্সিলিং ২০২৩ সংগঠিত হবে মেডিক্যাল কাউন্সিলিং কমিটির তত্ত্বাবধানে। এতে অল ইন্ডিয়া কোটা আসন ১৫ শতাংশ রয়েছে। এরপর রাজ্যস্তরে ৮৫ শতাংশ স্টে𓆏ট কোটা ধরে হবে বাকি আসনের কাউন্সিলিং। এই ফলাফল দেশের মেডিক্যাল, ভেটেনারি, এওয়াইএসএইচ, নার্সিং, লাইফসায়েন্স স্ট্রিমে ভর্তির ক্ষেত্রে প্রাসঙ্গিক।