মেডিক্যাল কলেজে ভর্তির জন্য নিট ইউ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। neet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাডমিট কার্ডটি। তার জন্য পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মের তারিখ দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড হলে প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা, রোল নম্বর এবং রিপোর্ট করার সময় দেখতে পারবেন। উল্লেখ্য, আগামী ৭ মে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের নিট ইউজি পরীক্ষা। (অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে)কীভাবে ডাউনলোড করবেন নিট ইউজি ২০২৩-এর অ্যাডমিট কার্ড?১) প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যেতে হবে।২) হোম পেজে, NEET (UG) 2023-এর লিঙ্কে ক্লিক করতে হবে এরপর।৩) সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কে পেয়ে যাবেন। সেখানে যেতে হবে এবার।৪) পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীকে।৫) লগ ইন করার পর অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে ফুটে উঠবে।৬) এটিকে ডাউনলোড করে তার প্রিন্টআউট করিয়ে নিন। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর তরফে আগেই জানানো হয়েছিল, এবছর ইংরেজি ভাষার পাশাপাশি এই পরীক্ষা দেওয়া যাবে ১৩টি ভাষায়। হিন্দিতে পরীক্ষা দিতে চান, তাঁরা ইংরেজি ও হিন্দি দুটি ভাষার প্রশ্নপত্রই পাবেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক ভাষাতে যাঁরা পরীক্ষা দিতে চান তাঁরাও ইংরেজি ভাষার সঙ্গে ওই সংশ্লিষ্ট ভাষার প্রশ্নপত্র পেতে পারেন। যে রাজ্যের যে আঞ্চলিক ভাষা, সেই রাজ্যের কেন্দ্রেই হবে পরীক্ষা। যেমন বাংলায় যাঁরা পরীক্ষা দিতে চান, তাঁদের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রে। তবে বাংলার প্রশ্নপত্র মিলবে ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও।