বাংলা নিউজ > কর্মখালি > NIOS Class 10 and Class 12 examination 2020: প্রকাশিত পরীক্ষার সময়সূচি
দশম ও দ্বাদশ শ্রেণীর (মার্চ-এপ্রিল ২০২০ সাল) পরীক্ষার সময়সূচি প্র🌸কাশ করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস)। ভারত ও বিদেশের কেন্দ্রের জন্য পৃথক সময়সূচি প্রকাশিত হয়েছে।
যাঁরা পরীক্ষার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এ♊নআইওএসের অফিসিয়াল ওয়েবসাইটে (nios.ac.in) গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলো♚ড করতে পারবেন।
এনআইওএসের দ্বাদশ শ্﷽রেণীর (সিনিয়র সেকেন্ডারি) পরীক্ষা শুরু হবে আগামী ২৪ মার্চ থেꩵকে। চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে, দশম শ্রেণীর (সেকেন্ডারি) পরীক্ষাও শুরু হবে আগামী ২৪ মার্চ। শেষ হবে আগামী ২৪ এপ্রিল। তার আগে আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দুটি শ্রেণীরই প্র্যাকটিকাল পরীক্ষা হবে।
কর্মখালি খবর