‘অ্যাডমিশনের জন্য আঞ্চলিক ভাষায় পড়াশোনা করা পড়ুয়াদের বিবেচনা করা হয়নি’- লরেটো কলেজেꦆর এমনই একটি বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হল। নেটপাড়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছে লরেটো কলেজ। যদিও কী কারণে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, লরেটো কলেজে শুধুমাত্র ইংরেজি ভাষায় শিক্ষকরা পড়িয়ে থাকেন। পরীক্ষায় ইংরেজি মাধ্যমে লিখতে হবে। তাই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে পালটা নেটিজেনদের একাংশের বক্তব্য, দ্বাদশ শ্রেণিতে বাংলা বা অন্য কোনও ‘আঞ্চলিক ভাষা’ নিয়ে পড়া কোনও পড়ুয়া ইংরেজিতে ক্লাস করতে পারবেন না অ🧸থবা পরীক্ষায় খাতায় ইংরেজিতে উত্তরপত্র লিখতে পারবেন, এমন কি কোনও প্রমাণিত বিষয় আছে?
লরেটো কলেজের বিতর্কিত বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে?
স্নাতক স্তরে ভরতির জন্য যে সাতটি বিষয়ের মেধাতালিকা প্রকাশিত 🍸হয়েছে, সেটার প্রতিটিতেই লেখা আছে, ‘লরেটো কলেজের পড়াশোনার মাধ্যম হল শুধুমাত্র ইংরেজি। পরীক্ষায় শুধুমাত্র ইংরেজিতে উত্তর দিতে হবে। আঞ্চলিক বাংলা এবং হিন্দি ছাড়া অন্য সব বিষয়ের জন্য আমাদের স্বনামধন্য ওপেন শেলফ লাইব্রেরিতে শুধুমাত্র ইংরেজি ভাষায় সহায়িকা বই, পাঠ্যবই এবং জার্নাল আছে। আমাদের পরামর্শ, যে পড়ুয়ারা আঞ্চলিক ভাষার স্কুলে পড়াশোনা করেছে, তাঁরা যেন এমন প্রতিষ্ঠানে আবেদন করেন, যেখানে পড়াশোনার মাধ্যম হল ইংরেজি। সেইসব পড়ুয়াদের অ্যাডমিশনের জন্য বিবেচনা করা হয়নি, দ্বাদশ🍸 শ্রেণিতে যাদের পড়াশোনার মাধ্যম আঞ্চলিক ভাষায় ছিল।’