আরও একবার UGC NET এবং ICAR, CSIR- NET ও IGNOU Open MAT পরীক্ষার আবেদনের মেয়াদ বাড়ালো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। করোনা সংকট কালে পরীক্ষার আবেদন করতে গিয়ে প্রার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এই অসুবিধের কথা মাথায় রেখে পরীক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের মেয়াদ বাড়িয়ে ১৫ জুন করা হয়েছে।আগে এই পরীক্ষাগুলির আবেদনের মেয়াদ ছিল ৩১ মে পর্যন্ত। এখনও পর্যন্ত যে সব প্রার্থী আবেদন করে উঠতে পারেননি তাঁরা এবার ১৫ জুনের মধ্যে আবেদন করতে পারবেন। রবিবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে UGC NET সহ বাকি চারটি পরীক্ষার আবেদনের মেয়াদ বৃদ্ধির খবর দিয়েছেন। প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই আবেদনের জন্য NTA-র ওয়েবসাইট nta.ac.in এ লগ ইন করতে হবে। ১৫ জুন বিকেল ৫টার মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। ওই দিন রাত ১১:৫০ এর মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।NTA-র নোটিশে বলা হয়েছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ, পরীক্ষার দিন ও নির্ঘণ্ট যথাসময়ে জানানো হবে। যে কোনও আপডেটের জন্য প্রার্থীদের NTA-র অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।