স্নাকোত্তোর স্তরে এবার ভর্তির বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দফতর। বিজ্🥀ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে অই ভর্তি। এছাড়াও এই ভর্তির প্রক্রিয়াতে মেধা তালিকা প্রকাশের শেষ তারিখও জানিয়ে দিয়েছে দফতর।
আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে স্নাতোকোত্তরে ছাত্র ভর্তি♏র পক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য উচ্চ শিক্ষা দফতর। এই বিষয়ে এসেছে উচ্চ শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি। সেখানে বলা হয়েছে, প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করে দিতে হবে ৩ অক্টোবর থেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ঘোষণায় বলা হয়েছে, ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে প্রকাশ করতে হবে তাদের মেধা তালিকা। জানা গিয়েছে, ঠাত্র ভর্তির প্রক্রিয়া হবে অনলাইনে। এছাড়াও বলা হয়েছে, স্নাতকস্তরে চূড়ান্ত সেমিস্টারের ফলাফল ৩১ অগাস্টের মধ্যে প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। ভর্তির প্রক্রিয়া নিয়েও বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। নিজস্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যাতে বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব পড়ুয়ারা সেখানেই পড়তে পারেন, সেইদিকে তাকিয়ে নিজস্ব পড়ুয়াদের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ সংরক্ষণের কথাও বলা হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আসা পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণে কথা বলা হয়েছে।
( অন্য স্বাদের কিছু খবর- ভাগ করেছে সীমান্ত, এক করেছে PUBG! সীমা-সচিনের বিয়ে কি বৈধতা পা﷽বে? প্রেম কাহিনি একনজরে)
( আরও পড়ুন- Theft in Temple: হনুমান চালিস💙া পাঠ করা শেষ করে প্রণাম🦂ীর ৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর! CCTV দিল ঘটনার হদিশ)
( Oil for Bear✃d: বিরাটের মতো Cool ঘন-কালো দাড়ি রাখতে চাইছেন? এই তেলটির কথা জানেন তো! রইল টিপস)
এছাড়াও বলা হয়েছে, রবীন্দ্রভারতী, যাদবপুর, প্রেসিডেন্সির মতো ইউনিটর বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেরদের পড়ুয়াদের জন্য ৯০ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে। সেখানে বাকি ১০ শতাংশ আসন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আসা পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে এও বলা হয়েছে যে, যদি নিজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিনে ওই সংরক্ষিত আসন ভর্তি না হয়, তাহলে সেখানে বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অন্তর্ভূক্ত করা যাবে। ভর্তির প্রক্রিয়াতে ইন্টারভিউ করে ভর্তির কথাও বলা হয়েছে। এই নিয়মাবলী রাজ্য়ের সমস্ত বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেཧ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর।