প্রকাশিত হল ২০১৭ সালের প্রাথমিক টেটের ফলাꦿফল। প্রার্থীরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট এবং থেকে সেই ফলাফল দেখতে পারবেন।
কীভাবে ফলাফল দেখবেন?
১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট বা ജ-তে য🅺ান।
২) ‘RES﷽ULT OF TET-2017-EXAMINATION, CONDUCTED BY WBBPE’-তে 'Click here'-এ ক🥀্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) তাতে '𝓰Roll Number' এবং 'Date of Birth' দিয়ে 'Submit' করুন⛄।
৫) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে। সেই রেজাল্ট ভবিষ্যতেꦐর জন্য ডাউনলোড করে রেখে দিন।
২০১৭ সালের প্রাথমিক টেটের ফলাফল দেখুন সরাসরি - ক্লিক༒ করুন ।
গত বছরের ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। জুনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো পুজোর আগেই ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফল প্র🗹কাশ করা হবে। শেষপর্যন্ত তা হয়নি। বরং পরীক্ষার প্রায় এক বছরের মাথায় ফলাফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানান, আইনি জট কেটে যাওয়ার পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গ্রহণ করা হয়েছিল বিশেষজ্ঞদের মতামত। তারপরই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ১,৮৯,৮১৪ পরীক্ষার্থীর মধ্যে টেট উত্তীর্ণ হয়েছেন ৯,৪৯৬ জন।