পূর্ব রেলে কাজের সুযোগ। হাওড়া, শিয়ালদহ, মালদহ সহ একাধিক ডিভিশনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে পূর্ব রেলওয়ে। এ বিষয়ে রেলওয়ে রিক্রুমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: Railway Jobs: রেলে চাকরি নিয়ে করা হল বড় ঘোষণা, প্রচুর প্রার্থ🍸ীর সামনে এল সুযোগ
আ𒊎বেদন করা যাবে যে কোনও জেলা থেকেই। জেনে নিন এ বিষয়ে বিশদে।
কটা শূন্যপদ রয়েছে
মোট ২,৯৭২টি শূন্যপদ রয়েছে।
কোন পদে?
অ্যাপ্রেন্টিস, ♐অর্থাত্ শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।
কোথায় কোথায় পোস্টিং
হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল এবং জা🐓মালপুর ডিভিশনে মিলবে তালিম।
করে লাভ হবে?
NCVT/SCVT স্বীকৃত ন্যা💮শনাল ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীরা রেলে অ্যাপ্রেন্টিস হলে আরও বেশি কাজ শিখতে পারবেন। মিলবে স্টাইপেন্ডও। রেলে চাকরি না হলেও, এই অভিজ্ঞতা সম্বল করে পরবর্তীকালে বেসরকারি চাকরি, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম ৫০% নম্বর সহ মাধ্য♈মিক পাশ করতে হবে। সেই সঙ্গে NCVT/SCVT স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বয়সের নিম্ন ও উর্ধ্ব সীমা
নূন্যতম 🐼১৫ বছর বয়স হতে হবে। এদিকে বয়সের উꩵর্ধ্বসীমা ২৪ বছর।
কীভাবে আবেদন?
ইস্ট্যার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইটে✤র মাধ্যমে আবেদন করা যাবে। অফিসিয়🎶াল ওয়েবসাইটের লিঙ্ক:
আবেদনের দিনক্ষণ
আগামী ১১ এপ্রিল ২০২২ থেকে আবেদন🦂 শুরু। আবেদনের শেষ দিন ১০ মে ২০২২।
আবেদন ফি
জেনারেল/ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা।
SC/ST/Pwd/মহিলা প্রার্থীদের কোনও আবেদনের খরচ লাগব༺ে না।