২১ সেপ্টেম্বর থেকে স্কুলগুলি পুনরায় চালু করা বাধ্যতামূলক নয়। শুক্রবার এই বিষয়ে নিশ্চিত করল কেন্দ্রী🌳য় সরকারের নির্দেশিকা।
স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রকাশিত আনলক ৪.০ নির্দেশিকায় স্কুলগুলিকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য আংশিক খোলা এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের স্বেচ্ছা উপস্থিত🦋ির জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে স্কুল খোলা রাখা এবং শিক্ষার্থীদের উপস্থিতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরক🌳ার নেবে বলে নির্দেশিকায় বলা হয়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কবে থেকে ছুটবে লোকাল ট্রেন? জানালেন রেল💙বোর্ডের চেয়ারম্য🉐ান
বেশিরভাগ রাজ্য সরকার অবশ্য বিদ্যালয় পুন﷽রায় খোল⛦ার ব্যাপারে পিছু হঠেছে। হরিয়ানা ও দিল্লি সরকার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্য বিষয় সম্পর্কে সন্দেহ দূর করতে বা সহায়তার জন্য স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে।
তবে অনেক রাজ্যই এই পরিস্♋থিতিতে ঝুঁকি নিতে প্রস্তুত নয়। যে রাজ্যগুলি আগামী সপ্তাহ থেকে আবার স্কুল চালু করার পরিকল্পনা করেছে, তাদের স্বাস্থ্য মন্ত্রকের জারি করা সমস্ত SOP গুলি অনুসরণ করতে হবে।
এ ছাড়া আনলক ৪.০ নির্দেশিকাতে পরামর্শ দেওয়া হয়েছে যে, বিশেষ পর♚িস্থিতিতে শিক্ষক এবং অ-শিক্ষণ কর্মীদের জন্য ২২ সেপ্টেম্বর, ২০২০-এর পরে স্কুল খোলা যেতে পারে। তবে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে নিয়মিত ক্লাস শুরু হবে না।