নেহা ত্রিপাঠী
রেলে চাকরির সুযোগ পেতে চলেছেন আরও ২.৫ লাখ প্রার্থী। কারণ গার্ড, ক্লার্ক, স্টেশন মাস্টারের মতো পদে নিয়োগের জন্য নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) পরীক্ষার দ্বিত𒈔ীয় পর্যায়ে প্রার্থীর সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল। এমনই জানালেন বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা।
গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়। তারপরই রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তা🌄ল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনের বগি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। বিক্ষোভের মুখে এনটিপিসি এবং লেভেল ওয়ান পরীক্ষা স্💧থগিত করে দেয় রেল। তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় তিন লাখ পরামর্শ জমা পড়েছে।
চাকরিপ্রার্থীদের দাবি ছিল, যাঁরা একাধিক ক্ꦡযাটেগরিতে আবেদন করেছেন এবং সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য যেন একটি ক্যাটেগরির জন্য বিবেচনা করে রেল। সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক প্রার্থী রেলে চাকরির সুযোগ পাবেন। সেইসঙ্গে𝕴 চাকরিপ্রার্থীরা দাবি করেন, যত সংখ্যক শূন্যপদ আছে, তার ২০ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে। কিন্তু সেই আশ্বাস পূরণ করা হয়নি। যেখানে শূন্যপদের সংখ্যা ৩৫,০০০-র বেশি, সেখানে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৩৬৮,০০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নাম গোপন রাখার শর্তে রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘আমরা তাঁদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি। দ্൩বিতীয় পর্যায়ের পরীক্ষায় প্রায় সাত লাখ প্রার্থী বসতে পারেন।’ সঙ্গে তিনি বলেন, ‘মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নিয়ে ফলাফল প্রকাশের বিষয়ে একমত হয়েছে রে🐷ল। চলতি মাসেই সেই ফলাফল প্রকাশ করা হবে।’